মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৪ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটটি ড্রেজার জব্দ // আটক ১৬ মতলব উত্তরে মেঘনা নদীতে অভিযানে রাক্ষুসে বেহুন্দী জাল জব্দ সুবর্ণা মুস্তাফাকে বিমানবন্দরে আটকে দিল ইমিগ্রেশন পুলিশ স্বর্ণজয়ী শুটার সাদিয়া আর নেই চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ বাহার মিয়া গ্রাম পুলিশকে দিকনির্দেশনা  বীরগঞ্জে বিষ্ণু মন্দিরের রেকর্ডীয় জমির ২ লক্ষাধিক টাকার ধান কেটে নিয়েছে দুর্বৃত্তরা। চাঁদপুরে শুভ উদ্ধোধন করা হয়েছে বাঙালিয়ানা রেস্টুরেন্টে এন্ড ক্যাটারিং  নওগাঁয় ট্রেনে কাটা পরে শিক্ষার্থীসহ তার বাবার মৃত্যু মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের গাছ কেটে নেয়ায় ১৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ  মতলব উত্তরে কবরস্থানে উন্নয়নে গাছ কর্তনে বাঁধা ; গ্রামবাসীর মানববন্ধন

মতলব উত্তরে মা ইলিশ সংরক্ষণের অভিযানে ২২ দিনে সাফল্য

  • আপডেটের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১ বার পঠিত হয়েছে

সুমন আহমেদ :

কঠোর অভিযানের মধ্যেও নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার এবং জেলে ধরপাকড়ের মধ্য দিয়ে গত রোববার ৩ নভেম্বর দিবাগত রাত ১২টায় শেষ হয়েছে মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞার ২২ দিন। নিষিদ্ধ সময়ে মতলব উত্তর উপজেলায় মেঘনায় মাছ শিকারের অপরাধে ২২ দিনে প্রায় ৪২ জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন, কোস্টগার্ড, নৌপুলিশ, মৎস্য বিভাগের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স। কর্মসূচি সফল হওয়ায় আগামী বছর ইলিশের উৎপাদন অব্যাহতভাবে বৃদ্ধি পাবে বলে আশা করছে মৎস্য বিভাগ।

Oplus_0

এদিকে ২২ দিন অলস সময় কাটানোর পর ইলিশ ধরতে জাল-নৌকা নিয়ে ৪ নভেম্বর সকাল থেকেই নদীতে নেমে পড়েছে মতলব উত্তরের জেলেরা। নিষেধাজ্ঞার সময়ে জাল-নৌকা মেরামতের কাজটাও সেরে নিয়েছেন তারা। ঝাঁকে ঝাঁকে রূপালি ইলিশ ধরার আশায় নদীতে নেমে পড়েছেন এসব জেলে। তবে এখন পর্যন্ত কাঙ্খিত ইলিশের দেখা মিলছে না জেলেদের জালে। যা ইলিশ পাচ্ছে তা করে ছোট এবং ডিমওয়ালা।

মতলব উত্তর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন এ উপজেলায়র মেঘনা নদীর ষাটনল থেকে আমিরাবাদ পর্যন্ত ২৫ কিলোমিটার পর্যন্ত অভয়াশ্রম এলাকায় টাস্কফোর্স ১১২ টি অভিযান পরিচালনা করে। এসব অভিযানে গ্রেফতার হন ৪২ জন জেলে।

তাদের মধ্যে ৪২ জন জেলেকে টাস্কফোর্সে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন এবং ১৮ জেলেকে ১ লক্ষ টাকা জরিমানা করেন। জব্দ করা হয় ১২শ কেজি ইলিশ, ৭ লাখ ৫০ হাজার মিটার কারেন্টজাল, এসব ঘটনায় মামলা হয় ১২টি এর মধ্যে পুলিশ আক্রান্ত মামলা হয়েছে ৩টি। নৌকা জব্দ করা হয়েছে ৬টি। জব্দ মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন মৎস্য আড়ৎ-এ পরিচালনা করা হয় অভিযান।

Oplus_0

মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস জানান, উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ অভিযানে এবছর আমরা মা ইলিশ সংরক্ষণ অভিযানে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছি। জনবল সংকট থাকার পরেও আমরা অভিযান সফল করতে প্রতিদিন মতলব উত্তর থানা পুলিশ, মোহনপুর ও বেলতলী নৌ পুলিশ এবং কোস্টগার্ডের সহযোগিতায় উপজেলার মেঘনা নদীতে দিন-রাত অভিযান চালিয়েছি। এবার অভিযান ভালোভাবে সম্পন্ন হয়েছে। আশা করি, আগামী দিনে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। তালিকাভুক্ত জেলেদের সরকারিভাবে চাল সহায়তা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য- গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ইলিশের নিরাপদ প্রজননের জন্য দেশের কয়েকটি অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণে নিষেধাজ্ঞা দেয় সরকার। ৪ নভেম্বর মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা শেষে ইলিশ আহরণে আবারও নদীতে নেমেছে জেলেরা।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com