সুমন আহমেদ :
সাম্প্রদায়িক অপশক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে ঘরে ঘরে দূর্গ গড়ে তোলো এ শ্লোগানকে সামনে রেখে মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগ জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য একেএম রিয়াজ উদ্দিন মানিক।
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ নেতা একেএম রিয়াজ উদ্দিন মানিক বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চে যে ভাষন দিয়েছিলেন আজ তা বিশ্ব ঐতিহ্যে স্থান পেয়েছে। সারবিশ্বের মুক্তিকামী মানুষের জন্য ছিল সেদিনের সে ভাষণ। আমদের এ স্বাধীনতা অনেক ত্যাগের বিনিময়ে অর্জন করতে হয়েছে। সকলের অবস্থান থেকে সততা নিষ্ঠা ও আন্তরিকাতার সহিত দলের জন্য কাজ করতে হবে। নেত্রী দুর্নীতি ও মাদককে জিরো টলারেন্স ঘোষণা করেছন। তাই আমাদের দুুর্নীতিবাজদের সঙ্গ ত্যাগ করতে হবে। যাদের মধ্যে দ্বিধাদ্বন্ধ আছে আসুন সকলে একত্রিত হয়ে দলের জন্য কাজ করি। সংগঠনকে শক্তিশালী করতে প্রতিহিংসা পরিহার করে দলকে শক্তিশালী করি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সোবহান সরকার সুভা।
কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এটিএম মুজিবুর রহমানের সভাপতিত্বে ও পরিচালনায় আরো বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন বেপারী।
এসময় সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়াও মোনাজাত অনুষ্ঠিত হয়।