মতলব প্রতিনিধি: মুজিব বর্ষ উপলক্ষে মতলব-ঢাকা সড়কে বিআরটিসি এসিবাস সার্ভিস উদ্ধোধন করলেন চাঁদপুর-২ আসনের এমপি অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল। গতকাল ৭ জানুয়ারি শুক্রবার বিকেল ৫ টায় মতলব পৌরসভার পানিরট্যাংকি এলাকায় আনুষ্ঠানিকভাবে বাস সার্ভিস উদ্ধোধন করেন তিনি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে মতলব-ঢাকা বিআরটিসি এসিবাস সার্ভিস চালু করা হয়। উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চাঁদপুর-২ আসনের এমপি অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল বলেন, মতলবে মানুষের উন্নত যোগাযোগ ব্যবস্থার জন্য মুজিব বর্ষ উপলক্ষ্যে বিআরটিসি এসিবাস চালু করা হলো।
বিআরটিসির ম্যানেজার প্রকৌশলী মাছুদ তালুকদারের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফার সঞ্চালনায় বিশেষ অতিথিকর বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, পৌর মেয়র আওলাদ হোসেন লিটন।
আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা দেওয়ান রেজাউল করিম, এমএ আজিজ বাবুল, মোঃ মোফাজ্জল হোসেন, ওসি স্বপন কুমার আইচ, মতলব পৌর আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, আ’লীগ নেতা ইকবাল পাটোয়ারী, আবুল কালাম মিয়াজী, প্যানেল মেয়র আবুল বাসার পারভেজ, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, ৩নং ওয়ার্ড আ’লীগের সাধারণ ঘনশ্যাম বিশ্বাস প্রমুখ।