মতলব প্রতিনিধি: মতলব থিয়েটারের সাধারণ সম্পাদক ও মতলব প্রেসক্লাবের সদস্য নাট্য অভিনেতা মেজবাউদ্দিন নান্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মতলব প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এক শোক বার্তায় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের রুহের মাগফিতার কামনা করেন মতলব প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, নাট্যকার মেজবাউদ্দিন নান্টু (৫৫) শনিবার (২৫ এপ্রিল) সকালে ওনার মতলব সদরের নিজ বাসায় গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
হাসপাতালের চিকিৎসক ওনাকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করলে সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করেন। পরে পরিবারের সদস্যরা এম্বুলেন্স যোগে ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে নিয়ে গিয়ে তাঁকে ভর্তি করান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৭ এপ্রিল) রাত ১০টায় মৃত্যু বরণ করেন মেজবাউদ্দিন নান্টু। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় মতলব কচি কাঁচা প্রি-ক্যাডেট স্কুল মাঠে মরহুমের জানাজা নামাজের শেষে ঢাকিরগাঁও রিয়াদুল জান্নাত কবরস্থানে ওনাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।