স্টাফ রিপোর্টার : চাঁদপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে শহরের মসজিদ গুলোতে মমিন মুসলমানেরা তারাবীর নামায আদায় করেছেন।
সোমবার (৬ মে) শহরের বিভিন্ন মসজিদে এই চিত্র পরিলক্ষিত হয়।
কিছু কিছু মসজিদে সুরা তারাবীর নামায ব্যতীত প্রায় সবকটি মসজিদে খতম তারাবীর নামায আদায় করেন মমিন মুসলিমরা।
শহরের গনি স্কুল জামে মসজিদেও খতম তারাবীর নামায আদায় হয়েছে।
এসময় ইমামতি করেন মাওলানা মো: তাজুল ইসলাম। তারাবীর নামায পরিচালনা করেন গ্রাম: বড়হলদিয়া পো: নাওরীবাজার মতলব উত্তরের মো: লোকমান হোসেন প্রধান এর ছেলে হাফেজ মাওলানা মো: আব্দুল করিম, তরপুরচন্ডী ষোলঘরের মো: আবু সাঈদ খন্দকারের ছেলে হাফেজ মো: আজহার সিয়াম ও শহরের চিত্রলেখার মো: আজিম উদ্দিনের ছেলে হাফেজ মো: আফনান উদ্দিন।
নামায আদায় শেষে সমস্ত মুসলিম উম্মাহের জন্য দোয়া কামনা করা হয়।