সুমন আহমেদ
অবশেষে মায়ের কোল ফিরে পেল চাঁদপুরে বিক্রি হওয়া হতভাগা নবজাতক। হাসপাতালের বিল পরিশোধ করতে গিয়ে নবজাতককে অর্থের বিনিময়ে বিক্রি করে দেন মা তামান্না বেগম।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী মো. শরিফুল হাসান জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার ষাটনল এলাকার এক প্রবাসী দম্পতির কাছে থেকে ওই নবজাতকে এনে তার মা তামান্না বেগমের কাছে ফিরিয়ে দেয়া হয়।
তিনি বলেন, “তামান্নার বিষয়টি আমি সাংবাদিকদের কাছে জানতে পারি। এরপর আমি খোঁজ-খবর নিয়ে দুই পক্ষের সঙ্গে কথা বলে নবজাতককে তার আসল মায়ের কাছে ফিরিয়ে আনার ব্যবস্থা করি।”
গত ২৬ জানুয়ারি উপজেলার পালস-এইড জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালে একটি ছেলে সন্তানের জন্ম দেন তামান্না। সিজারের পরপরই হাসপাতাল কর্তপক্ষ তার কাছে ৪০ হাজার টাকা বিল চায়।
কিন্ত দরিদ্র তামান্নার কাছে এত টাকা ছিল না। স্বামী টাকা জোগাড় করতে না পেরে মোবাইল ফোন বন্ধ করে উধাও হয়ে যায়। উপায় না পেয়ে হাসপাতালের বিল পরিশোধ করতে বাধ্য হয়ে সিমলা আক্তার নামের এক প্রবাসীর স্ত্রীর কাছে সন্তানকে ৫০ হাজার টাকায় বিক্রি করে দেন তামান্না।
সন্তান ফিরে পাওয়ার পর তামান্না সাংবাদিকদের বলেন, “হাসপাতালের বিল পরিশোধ করার জন্য আমি আমার সন্তানকে অর্থের বিনিময়ে দত্তক দিয়েছিলাম। অবশেষে প্রশাসন ও সাংবাদিকদের সহায়তায় আমি সন্তানকে ফিরে পেয়েছি। আমি খুব খুশি।”
এ বিষয়ে ইউএনও গাজী মো. শরিফুল হাসান বলেন, দুই পরিবারের উপস্থিতিতে নবজাতককে হস্তান্তর করা হয়। সিমলা আক্তার খুশি মনে নবজাতকটি মায়ের কাছে ফিরিয়ে দেন। মানবিক দিক বিবেচনা করে টাকাও মাফ করে দেন।