বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:২৫ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
সুনামগঞ্জে বিজিবির ওপর হামলা: রসুন ও মাদকসহ গ্রেফতার ৮ সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক মহসিন মন্ডল  মতলব উত্তর উপজেলার শ্রমিক দলের কমিটি অনুমোদন মতলব উত্তরের মেঘনা নদীতে ভেসে ওঠা চরাঞ্চলের জমি ফেরত চাওয়ায় প্রাণনাশের হুমকি মতলব উত্তরে খিরার বাম্পার ফলনে অধিক লাভের স্বপ্ন দেখছে কৃষক মতলব দক্ষিণে কিশোরচালক মহিন হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার আশুলিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ফয়সালকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৪ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বীরগঞ্জে পৌর শ্রমিক দলের আহ্বায়ক কমিটির অনুমোদন  ভুয়া মুক্তিযোদ্ধা: হারাচ্ছেন সরকারি চাকরি, ফেরত দিতে হবে ভাতা বাংলাদেশ আপনাদের পাশে থাকা ছোটখাটো দেশ নয়, ভারতকে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর ফিনালেতে থাকছেন মানষী ছিল্লার

  • আপডেটের সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ১১৬ বার পঠিত হয়েছে

বিনোদন প্রতিবেদক
তৃতীয় বারের মত বাংলাদেশে আবারও শুরু হয়েছে সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’। নিবন্ধন প্রক্রিয়া শেষে এখন চলছে অডিশনের তোড়জোড়। এবার ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ আয়োজক হিসেবে থাকছে অমিকন এন্টারটেইনমেন্ট। পাশাপাশি সহযোগী হিসেবে থাকছে এক্সপার্ট ইভেন্ট ম্যানেজমেন্ট।

আজ শনিবার দুপুরে এফডিসিতে এক সংবাদ সম্মেলন আয়োজন করে এই অনুষ্ঠানের বিচারকের নাম ঘোষণা করা হয়। এ বছর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মূল বিচাররের আসনে থাকছেন জনপ্রিয় দুই চিত্রতারকা ফেরদৌস ও মৌসুমী। তাদের সাথে আরও থাকবেন ওমেন্স ওয়ার্ল্ডের সিইও, বিউটি এক্সপার্ট ফারনাজ আলম।

এছাড়াও ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ এর গালা রাউন্ডে উপস্থিত থাকবেন ২০১৭ এর মিস ওয়ার্ল্ড মানুষী ছিল্লার। উপস্থিত থেকে এবারের মিস ওয়ার্ল্ড বাংলাদেশের বিজয়ীকে ক্রাউন পরাবেন এই বিশ্ব সুন্দরী। এছাড়াও অতিথি বিচারক হিসেবে থাকবেন টেন মিনিট স্কুলের ফাউন্ডার আয়মান সাদিক।

অমিকন এন্টারটেইনমেন্ট গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদি হাসান বলেন, এবারের আয়োজনে বিচারক হিসেবে হিসেবে থাকছেন ফেরদৌস, মৌসুমী এবং ফারনাজ আলম। এছাড়াও গালা রাউন্ডে বিজয়ীকে ক্রাউন পরাতে উপস্থিত বিশ্ব সুন্দরী মানুষী ছিল্লার। তার সঙ্গে কথা হয়েছে আমাদের। আগামী রবিবার এই অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে একটি ভিডিও বাইট দিবেন এই সুন্দরী।

তিনি আর বলেন, এবারের আয়োজনটি আমরা আগেরবারের চেয়ে একটু ভিন্নভাবে উপস্থাপন করতে যাচ্ছি। আমরা শুধু সুন্দরীই খুঁজবো না, সুন্দরের সাথে তার বুদ্ধিমত্তা সহ তার গুণ বাছাই করে তারপর নির্বাচন করবো। এর আগে আমাদের প্রতিযোগীরা আন্তর্জাতিক পর্যায়ে প্রথমবার সেরা চল্লিশ এবং পরেরবার সেরা ত্রিশে অবস্থান করেছিলেন। এবার আমরা চাইবো সেরা দশের মধ্যে যেন অবস্থান করতে পারে। সেভাবেই আমরা তাদেরকে তৈরি করবো।

এই অনুষ্ঠানে অমিকন এন্টারটেইনমেন্ট গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদি হাসান ছাড়াও উপস্থিত ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান, চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা মৌসুমী, বিউটি এক্সপার্ট ফারনাজ আলম, চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস।

এবার ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ শুধুমাত্র বিউটি কন্টেস্টের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠানটি। প্রথমবারের মতো বাংলাদেশে এই প্লাটফর্মটি সামাজিক সচেতনামূলত উন্নয়ন কাজেও অংশীদার হচ্ছে। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ বিজয়ী ৪ অক্টোবর গালা ইভেন্টের মাধ্যমে সরাসরি লন্ডনে অনুষ্ঠিতব্য ‘মিস ওয়ার্ল্ড’ এর মূল মঞ্চে অংশগ্রহণে করবেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com