রবিবার, ১৫ জুন ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুরে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা মতলব দক্ষিণে বেপরোয়া জৈনপুর বাস কেড়ে নিল যুবকের প্রাণ  মতলব দক্ষিণের ঘোড়াধারী গ্রামে যৌথ বাহিনীর অভিযান// ৫  কিশোর গ্যাং আটক // দেশীয় অস্ত্র উদ্ধার  হাটখোলা মসজিদে আধুনিক ডিজাইনের অজুখানা নির্মাণ কাজের শুভ উদ্বোধন। বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার। পুরান বাজারে ইলেকট্রনিক্স দোকানে চুরি // ৩ চোর আটক   ঈদ বিনোদন চাঁদপুর তিন নদীর মোহনায় ছুটির দিনে দর্শনার্থীর উপচে পরা ভীড় ইসলামী ছাত্র আ‌ন্দোলনের সা‌বেক ও বতর্মান দা‌য়িত্বশীল‌দের ঈদ পুন‌র্মিলনী স্বাস্থ‌্য স‌চেতনতা বৃ‌দ্ধির ল‌ক্ষে চাঁদপু‌রে ক‌্যা‌বের উ‌দ্যো‌গে স‌চেতনতামূলক লিফ‌লেট ও মাক্স বিতরণ চাঁদপুর থেকে ঢাকাগামী লঞ্চে নারী যাত্রীর মৃত্যু

মুরগির দাম অপরিবর্তিত, বেগুনের সেঞ্চুরি

  • আপডেটের সময় : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩০ বার পঠিত হয়েছে

ক্রাইম এ্যাকশন ডেস্ক
বিগত এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে অপরিবর্তিত রয়েছে মুরগির দাম। তবে বাজরাগুলোতে সবজির দামে যেন লাগাম দেয়া যাচ্ছে না একেবারেই। ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে প্রায় সকল সবজির দাম। এই সপ্তাহেও ৫-১০ টাকা দরে বেড়েছে সবজির দাম, এদিকে লাগামাহীন বেগুন ছুঁয়ে ফেলেছে কেজিপ্রতি ১০০ টাকা।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার পর্যবেক্ষণ করে দেখা যায়, গেলো সপ্তাহের মতোই এই সপ্তাহেও ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৫০-১৫৫ টাকা। সোনালি মুরগির কেজি ২৫০-২৮০ টাকা। মুরগির দামে তেমন কোনো পরিবর্তন আসেনি। মুরগির পাশাপাশি অপরিবর্তিত আছে ডিম আর আলুর দামও।

তবে বাজারে লাগামছাড়া ছুটছে সবজির দাম। সকল ধরনের সবজির দাম বৃদ্ধি পেয়েছে বাজারে। বেগুনের দামের উচ্চলম্ফ তো অবাকও করেছে অনেককে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে ২০ টাকা কেজির বেগুন বিক্রি হচ্ছে প্রায় ৯০-১০০ টাকা কেজি দরে।

এদিকে বাজারে বড় ফুলকপি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়, গেলো সপ্তাহে যা ছিলো ৫০ টাকার নিচে। আর ছোট ফুলকপি বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকা দরে, গত সপ্তাহে যার দাম ছিলো ৩০ টাকার নিচে।

বাজারে গাজরের দামও বেড়েছে প্রায় ১০ টাকা কেজিপ্রতি। গত সপ্তাহের ২০-৩০ টাকা দরের গাজর এই সপ্তাহে বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩০-৪০ টাকা দরে। টমেটোর দামও বৃদ্ধি পেয়েছে এক সপ্তাহের ব্যবধানেই। আগের সপ্তাহের ২০-৩০ টাকা কেজির টমেটো এখন বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকা দরে।

বাজারে বেড়েছে করোলার দামও। বাজারে প্রতিকেজি করোলা বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকা দরে। গেলো সপ্তাহে যার দাম ছিলো ৬০-৭০ টাকা।

প্রায় সকল সবজির এই দাম বৃদ্ধির মধ্যে কিছুটা স্বস্তি শিম আর শাকের দামে। শিমের দাম আগের সপ্তাহের মতোই কেজিপ্রতি ৬০-৭০ টাকা। পালংশাকের আঁটি বিক্রি হচ্ছে আগের মতোই ১৫-২০ টাকা করে। লালশাকের আটির দাম ১০-১৫ টাকা।

এদিকে মাছের বাজার ঘুরে দেখা যায়, এক কেজি বা তার ওপরের সাইজের ইলিশের কেজি বিক্রি হচ্ছে ১০০০-১২০০ টাকা। আর ছোট ইলিশ বিক্রি হচ্ছে ৫০০-৬০০ টাকা কেজি দরে।

রুই আর কাতল মাছের কেজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪৫০ টাকা। চিংড়ি মাছ বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬৫০ টাকা কেজি দরে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com