শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৪:৪২ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
চর্যাপদ সাহিত্য একাডেমির বই উপহার মাসের সমাপনী অনুষ্ঠান সাড়ে ৫ বছরে ১২ হাজারের অধিক বই উপহার দিয়েছে চর্যাপদ একাডেমি বীরগঞ্জে বাস- ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ৩, আহত ২০ পুরান বাজারে খেলার ছলে শিশুর গলায় ফাঁস  মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের ভিতরে আমন ধান কাটা শুরু // কৃষকের মূখে হাসি জাতীয় তথ্য বাতায়ন ; মতলব উত্তরে ভুলে ভরা তথ্যভান্ডারে ভোগান্তি বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে  মতলব উত্তরে প্রস্তুতিমূলক সভা ক্ষুদিরাম এক্কার অন্তিম যাত্রায় জাতীয় আদিবাসী পরিষদের শ্রদ্ধান্জলি। চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুসদস্য আটক মতলবে দুর্বৃত্তদের হামলার শিকার উত্তম কুমার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুরে ক্যাবের স্মারকলিপি প্রদান

রমজানকে ঘিরে চাঁদপুর শহরে বিক্রি হচ্ছে অনুমোদনহীন ভেজাল মাঠা

  • আপডেটের সময় : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৪৮ বার পঠিত হয়েছে

মানিক দাস। চলমান পবিত্র মাহে রমজানকে লক্ষ্য করে নোংরা আর অস্বাস্থ্যকর পরিবেশে চাঁদপুর শহরের পুর্ন বাজারে উৎপাদন করা হচ্ছে ভেজাল মাঠা। যার কোনো প্রকার বিএসটিআই অনুমোদন নেই। নেই পণ্যের ল্যাভেল।যাদের লেভেল রয়েছে তাদের নেই বিএসটিআই অনুমোদন। রোজাদারদের চাহিদাকে কাজে লাগিয়ে এসব ভেজাল মাঠা বাজারজাত করা হচ্ছে। যা শুধুমাত্র চাঁদপুরেই নয়,জেলার পাশ্ববর্তি জেলাতেও বিক্রি করা হচ্ছে। আর রমজানে ভালোই বিক্রি বাড়ছে এসব নোংরা অস্বাস্থ্যকর মাঠা।

অস্বাস্থ্যকর কারখানাগুলো বন্ধে প্রশাসনের এ বছর নেই তেমন কোনো নজরদারি। নিয়ম-নীতির তোয়াক্কা না করে বস্তির মধ্যেই অস্বাস্থ্যকর এবং দূর্গন্ধ যুক্ত নোংরা পরিবেশে বানানো হচ্ছে এসব মাঠা। খোঁজ নিয়ে জানা যায়,শহরের পুরাণবাজার ঘোষপাড়া ও মৈশালবাড়ি এলাকায় এ ভেজাল মাঠার উৎপাদন বেশী হয়। এছাড়া শহরতলীর দোকানঘরসহ অন্তত অর্ধশতাধিক বিএসটিআই এর অনুমোদন বিহীন বাসা-বাড়িতে কারখানা গড়ে তুলে ভেজাল মাঠা তৈরি করে।

পরে ভেজাল মাঠা বিভিন্ন দোকান, পাড়া-মহল্লা ও রাস্তার মোড়ে বিক্রি করা হয়। মাঠার নেই কোন উৎপাদন ও মেয়াদ উত্তির্নের তারিখ। অস্বাস্থকর পরিবেশে নষ্ট দুধ, চিনি, লবনসহ আরোও নানা উপাদান মিশিয়ে বানানো হচ্ছে এ মাঠা।শুধু তাই নয় মাঠা তৈরিতে ব্যবহার করা হয় টিস্যু। এ ব্যবসার সাথে জড়িত অসাধু ব্যবসায়ীরা নানা ধরনের কৌশল অবলম্বন করে থাকে। এর আগে অবৈধভাবে বিএসটিআইএর সিল ও অনুমোদন না থাকায় অজয় মাঠা, বৃস্টি পিউর মাঠা, শ্যামল মাঠা, স্বজনসহ কয়েকটি কারখানাকে ভ্রাম্যমান আদালত জরিমানা করে।

এই কারখানাগুলোতে নামি কোম্পানি পণ্যের স্টিকার পরিবর্তন করে রমরমা মাঠা ব্যবসা চালিয়ে যাচ্ছে বলেও জানাযায়। শহরের কালিবাড়ি, মিশনরোড, শপথ চত্বর মোড়সহ বিভিন্ন সড়কের মোড়ে মাঠা বিক্রেতা অমল ঘোষ, বিমল , অজয় সহ কয়েকজন জানায়, ১লিটার ৭০টাকা, আধা লিটার ৪০ টাকা ও ২৫০ মিঃলিঃ ২৫ টাকা বিক্রয় করা হয়। মেয়াদের কথা জানতে চাইলে তারা জানায়, বাপ-দাদার সময় থেকে আমাদের এই ব্যবসা। আমরা ২ থেকে ৩ মন দুধ দিয়ে মাঠা তৈরি করি।

আর এইগুলো বিক্রয় করেই আমাদের সংসার চলে।এ গুলোর মেয়াদ লাগেনা। জেলা মার্কেটিং অফিসার এন এম রেজাউল ইসলাম জানান,মাঠা মূলত কৃষি প্রক্রিয়াজাত পণ্য। আমাদের কাছে ৪টি লাইসেন্সেরর অনুমোদন ছিল। যার মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে মাঠা তৈরির কারণে শ্রী কৃষ্ণ নামের একজনের লাইসেন্স বাতিল করা হয়েছে। আর ল্যাবেল ছাড়া মাঠা বিক্রয়ের কোন সুযোগ নেই। সুনির্দিস্ট অভিযোগ পেলে জেলা প্রশাসকের নির্দেশে ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com