ইফতারের ঠিক আগ মুহূর্তে রাস্তায় অটোরিকশা চালক, গাড়ির ড্রাইভার, শ্রমিকদের সড়কে যাতায়াতরত অবস্থায় গাড়ি থামিয়ে নিজের হাতে ইফতার তুলেদেন ।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকে প্রথম রোজা। আমি বিভিন্ন কাজকর্মে শত ব্যাস্ত থাকার পরেও মনে পড়ল যারা রাস্তায় চলাচল করছেন, তাঁদের মধ্যে অনেকেই সময় মতো ইফতার করতে নাও পারেন।
আবার অনেক ড্রাইভার-শ্রমিক ভাই আছেন, যারা কিনা ইফতার খাওয়ার মতো অবস্থা তাঁদের নেই। তারা ভাড়া টানার চিন্তায় মগ্ন থাকেন। কখন যাত্রীকে তাঁর গন্তব্যে পৌঁছানো যায় এবং তার বিনিময়ে নিজের পকেটে যে অর্থ আসবে সেটা দিয়ে এই রমজান মাসে পরিবার পরিজন নিয়ে ভালো থাকবে সে।
তাই হঠাৎ আমার খেয়াল হলো এই সময়টাতে আমরা তাদের মতো লোকগুলোর জন্য কিছু করতে পারলে নিজের কাছে ভালো লাগবে। তারই ধারাবাহিকতায় যতোটুকু সাধ্যমত করার জন্য চেষ্টা করছি।
এসময় ইফতার বিতরণকালে দেখা যায় অসংখ্য লোক, যারা কিনা অনেক খুশি হয়েছেন সময় মতো ইফতার পেয়ে। যা হয়তো তাঁরা গন্তব্যে পৌঁছানোর আগে সময় মতো খেয়ে নিতে পারবে বলে জানান তাঁরা।