ছোটন সরদার, রাজশাহী।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ০৭ নং দেওপাড়া ইউনিয়নের ধামিলা গ্রামে অনুষ্ঠিত হয়েছে,মাল পাহাড়িয়া জাতির সংস্কৃতি বিষয়ক আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান। সাগতিক বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন, জনাব অভিলাস বিশ্বাস আয়োজিত অনুষ্ঠানের সভাপতি।বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জনাব কল্যান চৌধুরী, উপপরিচালক রাবিক্ষুনৃকোএ অতিরিক্ত জেলা প্রসাসক(সার্বিক)রাজশাহী।জনাব নেপোলিয়ান বিশ্বাস,সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান সমাজকর্ম বিভাগ,ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ।আরো উপস্থিত ছিলেন ফাদার আরতুরো স্পেজিয়ালে, পিমে,সহকারি পাল পুরোহিত,নবাইবটতলা ধর্মপল্লী রাজশাহী।জনাব মোঃবেল্লাল উদ্দীন(সোহেল)চেয়ারম্যান ০৭ নং দেওপাড়া ইউনিয়ন, গোদাগাড়ী, রাজশাহী।উপস্থিত ছিলেন জনাব মোঃ রফিকুল ইসলাম, চেয়ারম্যান,৩ নং দামকুড়া ইউনিয়ন পরিষদ,পবা রাজশাহী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন,জনাব আলহাজ্ব ওমর ফারুখ চৌধুরী, মাননীয় সংসদ সদস্য(তানোর-গোদাগাড়ী)রাজশাহী-