রাণীনগর থানার অফিসার ইনচার্য শাহিন আকদ বলেন, রাণীনগর উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কৃর্তপক্ষের আওতায় বেশ কিছুদিন ধরে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের করজগ্রাম কাউয়াঠঙ্গা টংকুড়ি সরকারি খাস পুকুরের সংস্কার খনন কাজ চলছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে এক্সকেভেটর (ভেকু) মেশিন দিয়ে সেখানকার কাজের লােকজন পুকুর সংস্কার খনন কাজ করছিলেন। এ সময় ভেকু মেশিন দিয়ে পুকুরটি খননের সময় মূর্তি দেখতে পেয়ে থানা পুলিশকে অবগত করেছেন, মূর্তিটির ওজন ১৪ কেজি, তবে মূর্তিটি কি পাথরের তা যাচাই-বাছাইয়র পর বলা যাবে।
এদিন সকালে স্থানীয় লােকজন মূর্তিটি দেখার জন্য ভীর জমান, ওসি আরাে বলেন, গত ১৬ মার্চ সরকারি ওই খাঁস পুকুর থেকে ৩৮ কেজি ওজনের মূল্যবান কালাে পাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়ছিল।