গাজী মোঃ ইমাম হাসানঃ চাঁদপুর সদর উপজেলার ৫ নং রামপুর ইউনিয়নের দেবপুর-রামপুর সড়কের সংস্কার কাজের অনুমোদন সম্পন্ন হয়েছে।রামপুর ইউনিয়ন বাসীর এই প্রাণের দাবী পূরণ হওয়ায় চাঁদপুরের কৃতি সন্তান শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডা. জে আর ওয়াদুদ টিপুর
প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী।সড়কের সংস্কার কাজের ব্যাপারে জানতে চাইলে চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী বলেন রামপুর ইউনিয়নের জন গুরুত্বপূর্ণ দেবপুর-রামপুর ও কামরাঙ্গা থেকে মনিহার ঈদ গাঁ পর্যন্ত রাস্তা সংস্কার কাজের অনুমোদন হয়েছে।
এই গুরুত্বপূর্ণ সড়কগুলোর সংস্কার কাজ সম্পন্ন হলে রামপুর ইউনিয়ন বাসীর চলাচল স্বাভাবিক হবে।এছাড়াও স্থানীয় জনগন, ব্যবসায়ী,পথচারীও উপকৃত হবেন।তাই এই মহৎ ও মানবিক কাজের জন্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি ও বিশিষ্ট চিকিৎসক চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ – সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু ও উপজেলা পরিষদের কতৃপক্ষের প্রতি রামপুর বাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী।