দুর্ঘটনাটি ঘটে রায়পুর সরকারি হাসপাতাল সংলগ্ন নিরাময় হাসপাতাল কমপ্লেক্সের সামনে। এ দূর্ঘটনায় আমিন ড্রাগস ও একটি চায়ের দোকান পুরাপুরি ক্ষতিগ্রস্ত হয়,চায়ের দোকানে থাকা ফ্রিজ সহ সকল মালামাল ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে ট্রাকটি আমিন ড্রাগসে ডুকে পড়ে দোকানটির বেশিরভাগ ভেঙ্গে যায়।দোকানে থাকা বিপুল পরিমান ঔষধ ও ফ্রিজটি সসম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আমিন ড্রাগসের সত্তাধিকারি মিজান মুন্সীর সাথে যোগাযোগ করিলে জানান ক্ষয়ক্ষতির পরিমান হিসেব করে পরে জানানো হবে।
উল্লেখ্য রায়পুর সরকারি হাসপাতালের সামনে প্রাই দুর্ঘটনা ঘটে, এই কারনে গত কয়েক মাস আগে এখানে স্পিডব্রেকার দেওয়া হয়। কিন্তু দেওয়া হয়নি স্পিডব্রেকারের সতর্কতা মূলক রং(চিন্হ)। স্থানীয় জনগন ও নিরমায় হাসপাতালের স্টাপদের সাথে কথা বলে জানা যায় এখানে স্পিডব্রেকারের দেওয়ার পর দুর্ঘটনা আরো অনেকাংশে বেড়ে গেছে। কারন হিসেবে উল্লেখ করেন , সতর্কতার জন্য রং না দেওয়ার কারনে চালকরা দুর থেকে গতিরোধক স্পিড ব্রেকারটি না দেখারকারনে দূর্ঘটনার ঝুঁকি বেড়ে গিয়াছে।
প্রত্যক্ষদর্শী ও দোকান মালিকদের দাবি অতিসত্তর যেন কর্তৃপক্ষ স্পিড ব্রেকারের উচ্চতা কমিয়ে সতর্কতামূলক চিন্হ রং দেন।