সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৫:২৩ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময়কালে পরিকল্পিত উন্নয়নের জন্য অর্থনৈতিক জোন খুবই গুরুত্বপূর্ণ —-চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন মতলব দক্ষিণ উপজেলায় যৌথ বাহিনী কর্তৃক মাদক ব্যবসায়ী আটক চাঁদপুরে জগন্নাথ দেবের উল্টো রথ যাত্রা অনুষ্ঠিত চাঁদপুরে বিষধর সাপের কামড়ে নারীর মৃত্যু  চাঁদপুরে সেরা সাঁতারুর খোঁজে ইয়েস কার্ড পেলেন ৪০ সাতারু  চাঁদপুর চেম্বার ভব‌নে ক্যাব সহ বি‌ভিন্ন দপ্ত‌রের সা‌থে ব‌্যবসা‌য়ি‌দের মত‌বিনময় সভা শাহ মাহমুদপুরে পাট জাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫ম শ্রেণির ছাত্রীকে অপহরণের চেষ্টা// অপহরণ মামলায় মোবারক আটক হারিয়েছে

রেলওয়ে হকার্স মার্কেট থেকে চুরি হওয়া ৪২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন হবিগঞ্জ থেকে উদ্ধার, আটক ১

  • আপডেটের সময় : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১২১ বার পঠিত হয়েছে
মানিক দাস // চাঁদপুর শহরের রেলওয়ে হর্কাস মার্কেটের মোবাইল মেলা দোকান থেকে বিভিন্ন  কোম্পানীর ৮৮টি অ্যান্ড্রুয়েড মোবাইল সেট চুরি করেছে চোর চক্র। চুরি হওয়ার  ৪১ দিন পর চুরিকৃত ৪২টি অ্যান্ড্রুয়েড মোবাইল ফোন উদ্ধার করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।
তবে ৪টি চোরাই মোবাইল ফোনসহ জগলু মিয়া (২৪) নামের একজনকে আটক করেছে। টানা  ৩ দিনের অভিযান শেষে হবিগঞ্জ উপজেলার নবীগঞ্জ থানা থেকে আটক করে চাঁদপুর থানায় নিয়ে আসা হয়। ২৫ সেপ্টেম্বর রোববার দুপুরে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ  মুহাম্মদ আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।
গত ১৬ আগষ্ট দোকানের মালিক মোরশেদ আলম বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা  নং-৪৪। মামলায় ৮৮টি মোবাইল ফোনের আনুমানিক মূল্য প্রায় ১৬ লক্ষ টাকা উল্লেখ করা হয়।
আটক জগলু মিয়া হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার পিরিজপুর গ্রামের মৃত. মোখলেস মিয়ার ছেলে। জানা যায়, ১৫ আগষ্ট সোমবার রাতে দোকান বন্ধ বাসায় চলে যায়। সকালে দোকান খোলার আগ পর্যন্ত যে কোন সময় চোরচক্র মোবাইল মেলা দোকানের টিনের চালা খুলে ৮৮টি মোবাইল সেট নিয়ে পালিয়ে যায়। এসময় দোকানে থাকা সিসি ক্যামেরার তার কেটে দেয় চোর চক্র। চুরি কাজে ব্যবহৃত কিছু মালামাল জব্দ করেছে পুলিশ। মামলা হওয়ার পর থেকে চাঁদপুর মডেল থানার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহরিন হোসেন তথ্য প্রযুক্তির ব্যবহার করে হবিগঞ্জ উপজেলার নবীগঞ্জ থানার বিভিন্ন স্থান থেকে পরিত্যাক্ত ৩৮ টি ও আটক জগলুর কাছ থেকে ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। স্থানীয় প্রশাসন ও পুলিশের সহায়তায় এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহায়তা করেন চাঁদপুর  মডেল থানার এএসআই তসলিম হোসেন।
আটক জগলু মিয়া বলেন, আমি বেসরকারী একটি গ্যাস কোম্পানিতে চাকুরী করি। আমার এক বন্ধু মোবাইল সেটগুলো রাখতে দিয়েছে।
মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই শাহরিন হোসেন বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় হবিগঞ্জের নবীগঞ্জের  বিভিন্ন স্থান থেকে পরিত্যাক্ত অবস্থায় ৩৮ টি ও আটক জগলু মিয়ার কাছ থেকে ৪ টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে। তবে চোর চক্রের মূল হোতাকে আমরা সনাক্ত করতে সক্ষম হয়েছি। উদ্ধার হওয়া মোবাইল সেটের মূল্য প্রায় ১০ লক্ষাধিক টাকা।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ বলেন, ১৫ আগষ্ট রাতে দোকানের টিন খুলে ৮৮টি মোবাইল সেট নিয়ে যায় চোর চক্র। পুলিশ সুপার মিলন মাহমুদ স্যারের দিক নির্দেশনায় হবিগঞ্জের নবীগঞ্জ থানা থেকে ৪২ টি মোবাইল সেট উদ্ধার এবং ১ জনকে আটক করা হয়েছে। বাকি মোবাইল সেট ও মূল আসামীকে আটক করতে অভিযান অব্যাহত থাকবে। আটক আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com