লক্ষীপুর থেকে ফিরে এ এইচ মানিক : বর্তমান সরকারের পূর্ণ মেয়াদ শেষে নির্বাচন হলে ২০১৯ সালের ২৮ জানুয়ারির আগে তিন মাসের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সে হিসাবে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এখনোও দেড় বছর বাকি।
একাদশ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা কৌশলে প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠছে লক্ষ্মীপুরে-২ আসনে। আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা নেমে পড়েছেন গণসংযোগে। চালিয়ে যাচ্ছেন শুভেচ্ছা বিনিময়, গ্রুপিং-লবিংসহ উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়োজিত করতে স্ব-স্ব উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছে সম্ভাব্য প্রার্থীরা ।
এই আসনে মনোয়ন পেতে প্রবীণের সঙ্গে লড়াই করতে মাঠে নেমেছেন নবীনরা। বড় দুই দলের বিভিন্ন পর্যায়ের নেতারা মাঠে সরব হয়ে উঠছেন। দলীয় কর্মসূচির পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন তাঁরা। সে সুবাদে তৃণমূলে দলগুলোর রাজনীতিতে বইতে শুরু করেছে আগাম নির্বাচনী হাওয়া।
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যেও আগামী নির্বাচন নিয়ে চলছে নানামুখী আলোচনা ও হিসাব নিকাশ। তবে নির্বাচন নিয়ে আলোচনা থাকলেও প্রচার বা জনসংযোগের চিত্র এখনো সেভাবে স্পষ্ট হয়ে ওঠেনি।
রায়পুর উপজেলা ও সদর উপজেলার ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত লক্ষ্মীপুর-২ আসন।
এ আসনে ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ১৪-দল মনোনীত জাতীয় পার্টির (এরশাদ) বর্তমান জেলা সভাপতি মো. নোমান।
একাধিক সুত্র জানায়, দল থেকে সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছে। মনোনয়নের ব্যাপারে উপর মহল থেকে সবুজ সংকেতও পেয়েছে বলে দাবি করছেন তারা।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির হেভিওয়েট প্রার্থীরা এই আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বলে যানা গেছে।নির্বাচনে প্রার্থীরা এই আসনে নির্বাচনের জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছেন। বর্তমান এমপির দল জাতীয় পার্টির সংগঠন নিতান্তই দূর্বল হওয়ায় আওয়ামী লীগের ওপরই ভর করতে হচ্ছে মো. নোমানকে।
আগামীতে প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের সঙ্গে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরউদ্দিন চৌধুরী নয়ন বলেন, জেলার সবচেয়ে বড় এলাকা ও বেশি ভোটার নিয়ে গঠিত এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে এমন ব্যক্তি হতে হবে, যিনি মাঠে-ময়দানে সব সময় থাকেন। নেতাকর্মীরা যাকে সুখে-দুখে কাছে পান, যারা মাঠে-ময়দানের সমস্যা বুঝেন।
তিনি বলেন, আমাকে দলীয় মনোনয়ন দিলে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। তবে দল অন্য কাউকে মনোনয়ন দিলেও আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।
সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া-বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ ১৯৯৬ সালের উপ-র্নিবাচনে এই আসন থেকে তিনি বিজয়ী হন।
তিনি বলেন, রায়পুর-লক্ষ্মীপুর সদর উপজেলাসহ ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত লক্ষ্মীপুর-২ আসন। আমি এলাকার সার্বিক উন্নয়নে অতীতে কাজ করেছি। বর্তমানে দল তথা জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী ও এলাকার উন্নয়নে নিজেকে নিবেদিত রাখব।
অপরদিকে, আওয়ামী লীগের মনোনয়নের আশায় মাঠে নেমেছেন– ঢাকা মহানগর উওর যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল।
লক্ষ্মীপুর-২ আসনে দলীয় নেতাকর্মীদের প্রিয় প্রার্থী হিসেবে পরিচিত লাভ করেন। জানা যায়, তিনি এলাকায় প্রচার-প্রচারণা ও দলীয় বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করাতে গ্রহণযোগ্যতার দিক দিয়ে তিনি অনেকটা এগিয়ে রয়েছেন।
মাটি ও মানুষের নেতা হিসেবে সাধারণ জনগণের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল। দীর্ঘ দিন ধরে রাজনৈতীক ভাবে মাঠে রয়েছেন তিনি। ফলে তরুনদের একটা বড় অংশ তার সাথে রয়েছেন। এছাড়াও নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়া বলেন, এই এলাকা বিএনপির ঘাঁটি। ছাত্র রাজনীতি থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটিতে দলের দায়িত্ব পালন করেছি। বিএনপির সব আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছি। আমি মনোনয়নের ব্যাপারে আশাবাদী।
জোট সরকারের সময় প্রতিটি এলাকার বাড়ি, রাস্তাঘাট, পুল-কালভার্ট, মসজিদ-মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন করা হয়েছে বলেও জানান আবুল খায়ের ভূঁইয়া।
কেন্দ্রীয় বিএনপির সহ-আইন-বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়া বলেন, ছাত্রদল থেকে রাজনীতি করছি। বর্তমানে বিএনপির আইন-বিষয়ক সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি।
আগামী নির্বাচনে দল তরুণদের প্রাধান্য দিবে। নেত্রী মনোনয়ন দিলে জয়লাভ করব। এ ছাড়া দল থেকে যাকে মনোনয়ন দিবে, তার জন্য কাজ করবেন এ তরুণ নেতা।
লক্ষ্মীপুর-২ আসনে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্যপ্রার্থী তালিকায় রয়েছেন, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য-বিষয়ক সম্পাদক ডা. এহসানুল কবির জগলুল, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য ও আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদক শামছুদ্দিন পাটোযারি ও মারাফি কুয়েতিয়া কোম্পানির মালিক কাজী শহিদুল ইসলাম পাপুল। বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্নেল (অব.) আবদুল মজিদ ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ