স্টাফ রিপোর্টার :
শমী কায়সার, আপনার বাবা শ্রদ্ধেয় শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক শহিদুল্লাহ কায়সার। টানাপড়েনের সংসার ছিল আপনাদের। বাবা একজন সাংবাদিক। কতই আর বেতন তখন। সে দিয়েই তো চলতো সব। নিশ্চয় তখন আপনার বাবা চুরি করে বা অসৎ পথে অর্থ উপার্জন করেননি। নিশ্চয় আপনার বাবাকে কোনদিন কারো মুখে ‘চোর’ শব্দটি শুনতে হয়নি। আপনিও নিশ্চয় চাননি আপনার বাবা চুরি করুক।
তা হলে আপনি এভাবে মাত্র দুটি মোবাইলের জন্য বাবার সহকর্মীদের এমন নির্দ্বিধায় চোর বললেন কি করে? কি করে ভাবলেন সাংবাদিকরা পেশার কাজে গিয়ে আপনার মোবাইল চুরি করেছে? আপনার বাবার মুখটি কি একবারো ভাসলো না সাংবাদিকদের দিকে তাকিয়ে?
নাকি আপনি বাবার আদর্শ থেকে সরে গেছেন। নষ্ট হয়েছেন। একজন শহীদ বুদ্ধিজীবীর সন্তান হিসেবে আপনি কতটা নিচে নেমে গেছেন, বুঝতে পারছেন!
আপনার উচিত এমন ঘৃন্য কৃতকর্মের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়া, লজ্জিত হওয়া। সংশোধন করা নিজেকে। সময় অর্থ বিত্তের জন্য আপনি যাচ্ছেতাই করতেই পারেন; আপনার ইচ্ছা। কিন্তু মনে রাখবেন, অমাদের থেকে আপনি মুছে যাবেন চিরতরে।