রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ উত্তরবঙ্গে অব্যাহত রয়েছে কনকনে শীত। শীতের সাথে যোগ দিয়েছে হিমেল হাওয়ায় আর ঘন কুয়াশা। এতে করে কষ্টে আছে অসহায় শীতার্ত মানুষগুলি। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন লায়ন্স ক্লাব অব দিনাজপুর গার্ডেন।
মঙ্গল ও বুধবার বিকেলে লায়ন্স ক্লাব অব দিনাজপুর গার্ডেন এর উদ্যোগে জোন চেয়ারপার্সন লায়ন ড. আব্দুল হক এবং লায়ন্স ক্লাব অব ঢাকা রোজ গার্ডেন এর পৃষ্ঠপোষকতায় এবং ক্লাব প্রেসিডেন্ট লায়ন ওবায়দুর রহমান মুকুল এর দিক নির্দেশনায় দিনাজপুর জেলার বীরগঞ্জ ও কাহারোল উপজেলায় প্রায় ৫ শতাধিক অসহায় শ্রমজীবি এবং দুঃস্থ এতিমদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে লায়ন ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারি লায়ন ওয়ারিস উল ইসলাম অলি ও ক্লাব মেম্বার লায়ন আব্দুর রাজ্জাক ।