মোঃ আবুল হাসান ঠাকুগাঁওঃ ঠাকুরগাঁওয়ে লিচু গাছে ধরা আমটি ছিঁড়ে ফেলায় কৃষি বিভাগের কর্মকর্তাদের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন গাছের মালিক আব্দুর রহমান। মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে কৃষি বিভাগের বেশ কয়েকজন কর্মকর্তা গাছটি পরিদর্শনে গেলে এলাকার এক শিশু আমটি ছিঁড়ে ফেলেছে বলে অভিযোগ করেন তিনি।
এ সময় আব্দুর রহমান অভিযোগ করে বলেন, লিচু গাছে আম ধরেছে এমন খবরে রংপুর-দিনাজপুরসহ বেশ কয়েক জায়গা থেকে ওই গাছটি পরিদর্শনে আসেন অনেকে। এরই মধ্যে স্থানীয় ওয়ার্ড সদস্য সিকিমের আত্মীয়রাও আসেন। আসার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ওয়ার্ড সদস্যের আত্মীয়ের এক শিশু আঘাতপ্রাপ্ত হয়। খবর শুনে সেদিন থেকেই সিকিম হুমকি দিচ্ছিলেন- আমটি ছিঁড়ে ফেলবেন। তিনিই পরিকল্পিতভাবে পাড়ার শিশুকে দিয়ে ওই আমটি ছিঁড়িয়েছেন।
এদিকে ওই ওয়ার্ড সদস্য সিকিম অভিযোগ অস্বীকার করে বলেন, আমি রাগে আমটি ছিঁড়ে ফেলার কথা বলেছিলাম। কিন্তু সত্যিই এমন ঘটনা ঘটবে আশা করিনি। আমিও হতবাক হয়েছি। কিন্তু গাছের মালিক এখন আমাকেই দোষারোপ করছেন।
এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবু হোসেন জানান, এ বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে কৃষি বিভাগ ঢাকা থেকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন। এ সময় আমরা গিয়ে জানতে পারি আমটি ছিঁড়ে ফেলা হয়েছে। গাছের মালিক ক্ষোভ প্রকাশ করেছেন।
কেন লিচু গাছে আম ধরেছে বিষয়টি কৃষি বিভাগের কর্মকর্তারা খতিয়ে দেখছেন।
জেলা সদরের ছোট বালিয়া মুটকি বাজার কলোনীপাড়া এলাকার আব্দুর রহমানের বসতভিটায় ৫ বছর আগে রোপণ করা একটি লিচু গাছে এমন দৃশ্য দেখা যায়। যা নিয়ে পুরো এলাকাজুড়ে হৈ চৈ শুরু হয়।