তৌহিদুল ইসলাম কাইরু দক্ষিণ চট্টগ্রাম থেকে।
চট্টগ্রামের লোহাগাড়ায় দিন দুপুরে মোটরসাইকেল চুরি করার সময় হাতেনাতে ২ চোরকে আটক করছে জনতা।
বিষয়টি লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) জাকের হোসাইন মাহমুদ নিশ্চিত করেছেন।
আটককৃত চোরের সদস্য সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের আফজল নগর এলাকার আবুল কাসেমের পুত্র আবুল হোসেন আবদুল্লাহ(২৫) অপরজন একই এলাকার ইদ্রিসের পুত্র আবুল কাসেম(২৩)।
থানা সুত্রে জানা গেছে, গত ৩১জুলাই চুনতি আউলিয়া জামে মসজিদে মোটরসাইকেল যোগে জুমার নামাজ আদায় করতে যান বড়হাতিয়ার সিকদার পাড়ার সমশুল ইসলামের পুত্র মাঈনুদ্দিন। মোটরসাইকেলে তালাবদ্ধ করে নামাজ আদায় করতে মসজিদে ডুকে পড়েন।আটককৃত চোরের সদস্যরা মোটর সাইকেলের তালা ভেঙ্গে চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে জনতার হাতে ধরা পড়ে। খবর পেয়ে চুনতি পুলিশফাঁড়ির দায়িত্বরত এ এস আই রিজোয়ান সহ পুলিশ টিম মোটরসাইকেল ও ২ চোরকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় মোটরসাইকেলের মালিক মঈনুদ্দিন অভিযোগ করলে ২চোরের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে সৌপর্দ করা হয়।