দেলোয়ার হোসেন রশিদী
লোহাগাড়া চট্টগ্রাম থেকে:
লোহাগাড় চট্টগ্রাম উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ইফতার ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। সোমবার উপজেলা সদরের সিটিজেন পার্ক কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রিদুওয়ানুল হক সুজনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও সাতকানিয়া পৌরসভা মেয়র মোহাম্মদ জুবায়ের, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক ও বাঁশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব।
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল সাদ্দামের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, উপজেলা আ’লীগ নেতা শহিদুল কবির সেলিম, আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন জনু,
চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এম এ হাশেম ও সেলিম উদ্দিন, উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, মাস্টার মিয়া মোহাম্মদ ফারুক,
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আক্তার হোসেন ফরিদ, হারুন-অর-রশিদ,
ও উপজেলা শিশু ও কিশোর মেলা সভাপতি আক্তার বাঙ্গালী ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ প্রমুখ।