মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলায় রবিবার (২৫ এপ্রিল) বিকেলে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে একটি পোনা মাছের ডিপো সিলগালা ও ৯৫ হাজার বাগদা ও গলদার রেনু পোনা জব্দ করেছে। জব্দকৃত পোনা বলেশ্বর নদীতে অবমুক্ত করা হয়েছে।
শরণখোলা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এম এম পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে রবিবার বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত রায়েন্দা বাজারের বড় মসজিদ সংলগ্ন পোনা ব্যবসায়ী বাদল হাওলাদারের আড়তে অভিযান পরিচালনা করেন।
এ সময় ওই আড়ত থেকে প্রায় ৯৫ হাজার বাগদা ও গলদা রেনু পোনা জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৩ লাখ টাকা বলে মৎস্য অফিসার জানান। এ সময় আড়তটি সিলগালা করে দেয়া হয়। পরে জব্দ কৃত পোনা বলেশ্বর নদীতে অবমুক্ত করা হয়েছে।