মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুরে জেলা ক্যাবের পক্ষ থেকে  বীর মুক্তিযোদ্ধাদের মাঝে মাস্ক বিতরণ  চাঁদপুরে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা মতলব দক্ষিণে বেপরোয়া জৈনপুর বাস কেড়ে নিল যুবকের প্রাণ  মতলব দক্ষিণের ঘোড়াধারী গ্রামে যৌথ বাহিনীর অভিযান// ৫  কিশোর গ্যাং আটক // দেশীয় অস্ত্র উদ্ধার  হাটখোলা মসজিদে আধুনিক ডিজাইনের অজুখানা নির্মাণ কাজের শুভ উদ্বোধন। বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার। পুরান বাজারে ইলেকট্রনিক্স দোকানে চুরি // ৩ চোর আটক   ঈদ বিনোদন চাঁদপুর তিন নদীর মোহনায় ছুটির দিনে দর্শনার্থীর উপচে পরা ভীড় ইসলামী ছাত্র আ‌ন্দোলনের সা‌বেক ও বতর্মান দা‌য়িত্বশীল‌দের ঈদ পুন‌র্মিলনী স্বাস্থ‌্য স‌চেতনতা বৃ‌দ্ধির ল‌ক্ষে চাঁদপু‌রে ক‌্যা‌বের উ‌দ্যো‌গে স‌চেতনতামূলক লিফ‌লেট ও মাক্স বিতরণ

শরণখোলা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলণে কৃষকের বসতবাড়ি হুমকির মুখে

  • আপডেটের সময় : শনিবার, ২৫ মে, ২০১৯
  • ১১১ বার পঠিত হয়েছে

নাজমুল ইসলাম শরণখোলা প্রতিনিধিঃ  

বাগেরহাটের শরণখোলায় অবৈধ ভাবে বালু উত্তোলণের ফলে এক কৃষকের বসতবাড়ি হুমকির মূখে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই কৃষক প্রতিবাদ করায় তাকে চুরি মামলায় ফাঁসানোর হুমকী দেয়া হয়েছে। উপজেলার পশ্চিম বানিয়াখালী গ্রামের বাসিন্দা কৃষক সোহরাব শিকদার (৬০) এমন অভিযোগ করেন।

খোঁজ নিয়ে জানাগেছে, উপজেলা প্রকৌশল দপ্তরের তদারকিতে ২০১৫ সালে (সি.সি.আর.আই.পি) প্রকল্পের আওতায় প্রায় ১ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে ৪ হাজার ৬ ’শ ৫২ মিটার নলবুনিয়া বানিয়াখালী সড়ক ও পশ্চিম বানিয়াখালী খালে ১৮ মিটারের একটি গার্ডার ব্রীজ নির্মাণের কাজ শুরু করেন মেসার্স কেবি এন্ড এফটি নামের খুলনার একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ২০১৬ সালে ওই প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখনও তা চলমান থাকায় স্থানীয় জনসাধারণ চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। অপরদিকে, প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে ঠিকাদার সংশ্লিষ্টরা মাটি দিয়ে রাস্তা ভরাটের পরিবর্তে স্থানীয় খাল বিল থেকে বালু উত্তোলণ করে রাস্তা ভরাট করছেন।

এ সুযোগে উপজেলার উত্তর বাদাল গ্রামের বাসিন্দা অবৈধ বালু ব্যবসায়ী দেলোয়ার হোসেন ওই রাস্তায় সম্প্রতি বালু সরবরাহের কাজ শুরু করেন। এর ধারাবাহিকতায় গত ৬/৭ দিন ধরে সোহরাব শিকদারের বসতবাড়ির পিছনের খাল সহ পশ্চিম বানিয়াখালী এলাকার বিভিন্ন খালে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলণের ফলে ওই গ্রামের কয়েকটি স্থানে ফাটল দেখা দেয়। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোহরাব শিকদার সহ এলাকাবসীর অনেকে বলেন, ড্রেজার ব্যবসায়ী দেলোয়ারকে বালু তুলতে বাঁধা দিলে ঠিকাদারের লোকজনের সাথে একত্রিত হয়ে প্রকল্পের নির্মাণ সামগ্রী চুরি মামলায় ফাঁসিয়ে দেয়ার হুমকি দেন।

এ ব্যাপারে বালু ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার মৌখিক অনুমতিক্রমে তিনি বিভিন্ন এলাকায় বালু উত্তোলণের কার্যক্রম চালান। এজন্য অফিসে মাশহোয়ারা দেন। তবে সোহরাব শিকদারের যে ক্ষতি হয়েছে তাতে অভিযোগ করার মত কিছু ঘটেনি এবং মামলায় ফাঁসানোর ভয়-ভীতি দেখানোর বিষয়টি গুজব। ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে আশিষ কুমার দাস বলেন, ওই সড়কটি মাটি দিয়ে ভরাট করার নিয়ম কিন্তু ওই এলাকায় মাটির সংকট সহ চড়া মুল্যের কারণে রাস্তাটিতে বালু ব্যবহার করা হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী চন্দন কুমার চক্রবর্তীর মুঠোফোনে একাধিক বার কল করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি। এ ব্যাপারে, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস জানান, কোন ড্রেজার মালিককে বালু উত্তোলণের জন্য অনুমতি দেয়া হয়নি। এছাড়া খাল-বিল থেকে বালু উঠানোর নিয়ম নেই। তবে শীঘ্রই অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com