মো.সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের সীমান্তবর্তী শার্শা উপজেলায় আইন শৃঙ্খলা ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাভারন সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. জুয়েল ইমরান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, উপজেলা সহকারি কমিশনার (ভুমি)রাসনা শারমিন মিথি,শার্শা থানার অফিসার ইনচার্জ মো. মামুন খান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন ভুঁইয়াসহ ১১টি ইউনিয়নের চেয়ারম্যান।