বেনাপোল প্রতিনিধি: শার্শার শ্যামলা গাছী ফিলিং স্টেশন সামনে থেকে দুই কেজি গাঁজাসহ আসাদুজ্জাম সোহাগ নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ।
সোমবার (৮ জুন) দুপুরে ১২ টার সময় শ্যামলা গাছী ফিলিং স্টেশন সামনে থেকে তাকে আটক করেছে শার্শা থানার পুলিশ।
আটককৃত আসামি বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের মৃত ছকু মোল্লার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদকের একটি চালান যাবে। এমন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার শ্যামলা গাছী ফিলিং স্টেশন সামনে অভিযান চালিয়ে আসাদুজ্জামান সোহাগকে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
শার্শ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) বদরুল আলম জানান, আটককৃত আসামিকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।