বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুরে ক্যাবের স্মারকলিপি প্রদান মতলব উত্তরে কলাকান্দা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ মতলব উত্তরে দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ ও জলবায়ু পরিবর্তন জনিত প্রশিক্ষণ সুনামগঞ্জে বিজিবির ওপর হামলা: রসুন ও মাদকসহ গ্রেফতার ৮ সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক মহসিন মন্ডল  মতলব উত্তর উপজেলার শ্রমিক দলের কমিটি অনুমোদন মতলব উত্তরের মেঘনা নদীতে ভেসে ওঠা চরাঞ্চলের জমি ফেরত চাওয়ায় প্রাণনাশের হুমকি মতলব উত্তরে খিরার বাম্পার ফলনে অধিক লাভের স্বপ্ন দেখছে কৃষক মতলব দক্ষিণে কিশোরচালক মহিন হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার আশুলিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ফয়সালকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৪ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)

শাহরাস্তির সমীরণ দত্তের ‘মন বাগান’ দৃষ্ট নন্দন শিল্পকর্ম

  • আপডেটের সময় : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৪৭ বার পঠিত হয়েছে
মানিক দাস //
কুড়িয়ে আনা কাঠের টুকরো, ছোট-বড় মৃত কিংবা কেটে ফেলা গাছের শিকড়-বাকড়, পরিত্যক্ত সামগ্রী নিয়েই  শিল্পী সমীরণ সাজিয়েছেন এক স্বপ্নের বাগান। শাহরাস্তি উপজেলায় ঘুঘুশাল গ্রামে গেলেই চোখে পড়বে দৃষ্টিনন্দন সব শিল্পকর্ম।  যা অকেজো পরিত্যক্ত গাছের শেকড়, গুঁড়ি বা কাঠ। সেগুলোই সমীরণের হাতের ছোঁয়ায় হয়ে ওঠে এক একটি শিল্পকর্ম। আর যার নাম দিয়েছেন ‘মন বাগান’।
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঘুঘুশাল গ্রামের বাসিন্দা সমীরণ দত্ত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনার শেষ করে   নিজ এলাকায় এসে ৫৭ শতক জমি ভাড়া নিয়ে শুরু করেন তার শিল্পকর্ম তৈরির কাজ। সমিরন দত্ত  প্রায় ২৪/ ২৫  বছর ধরে এই শিল্পকর্মের সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন।  জড়িত থাকা সত্ত্বে ও নিজেকে  কখন উপস্থাপন করতে চাননি। তার শিল্পকর্মগুলোর সবই কুড়িয়ে আনা কাঠ আর শিকড় দিয়ে তৈরি। টেবিল-চেয়ার-সোফা, ডাইনিং,  বাচ্ছদের নানা রকম খেলনা, কাঠের তৈরি হাতি, ঘোড়া, মাছ, পাখি ও অন্যান্য জীবজন্তু প্রিমূর্তির আকৃতি দিয়ে তৈরি করেছন নান্দনিক এসব আসবাবপত্র।
সকাল থেকে গভীর রাত পর্যন্ত সব বয়সি  শিক্ষার্থীদের  সেখানে আনাগোনা দেখা যায়। শখের বসে কেউ কেউ নিজের পছন্দের আসবাবপত্রটি কিনে নিয়ে যান।সমিরনের এসব কারুকাজ  গ্রামীণ জনপদের এক শৈল্পিকতা মন কড়ে নেয় সবার।
মণ বাগানে ঘুরতে আসা কয়েক জন বলেন, তাদের কাছে মনে হয় শেকর-বাকড় দিয়ে যে এত সুন্দর ভাস্কর্য তৈরি করা যায়, তা এখানে না আসলে বুঝতে পারত না। সমীরণ তার শিল্পকর্ম দিয়ে সাজিয়েছেন মন বাগান। এখানে যে কেউ আসলে মুগ্ধ হবে। তার এই শিল্পকর্ম আন্তজার্তিক মানের।
এ বিষয়ে ভাস্কর শিল্পী সমীরণ দত্ত বলেন, ফেলে দেয়া কাঠ, শেকড়-বাকড় দিয়ে মূলত সাজানো মণ বাগান। শিরীষ কাগজ দিয়ে ঘষে তৈরি করা হয় অবয়ব শিল্পকর্ম। গত ২৪ / ২৫ বছরে প্রায় ৩ হাজারেরও বেশি ভাস্কর্য এবং ব্যবহারের শিল্পকর্ম তৈরি করা হয়েছে। এখন শিল্পকর্ম করছি, সামনে আরো করবো। মন বাগানে বাচ্চাদের জন্য আলাদা খেলার জায়গা রয়েছে। বর্তমানে ‘মন বাগানে’ প্রবেশ করতে কোন টাকা লাগে না। তবে সহসাই সাধারণের জন্য প্রবেশ ফি করা হবে।সরকারি, বেসরকারি বা এনজিওর সহায়তা পেলে আরো শিল্পকর্ম করা হবে বরে সমিরন মনে করেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com