অনিয়মের সংবাদ পৌর মেয়র আঞ্জুমান আরা বন্যার দৃষ্টি গোচর হয়। সরজমিনে তা দেখতে আজ সকালে শহরের নরেশ চৌহান সড়কে রাস্তা পাকাকরণ কাজ পরিদর্শনে আসেন।
এসময় তিনি পৌর ইঞ্জিনিয়ারের উপর চড়াও হন। তিনি বলেন পৌরসভার কাজ কেন খারাপ হবে আর কেনই বা স্থানীয়রা অভিযোগ তুলবে।
মাত্র একটি কাজ হতে না হতেই অভিযোগ উঠেছে যা কাম্য নয়। তবে এসময় সংশ্লিস্ট ঠিকাদার আইনুল হক অনুপস্থিত ছিলেন। কাজ পরিদর্শনের সময় পৌরসভার ইঞ্জিনিয়ার বেলাল হোসেনকে উল্লেখ করে সংশ্লিস্ট কাউন্সিলর সুদাম সরকার অভিযোগ করে বলেন সম্পুর্ন রাস্তাটির কাজ নিম্ন মানের হয়েছে। ঠিকাদার কেন এমন করে কাজ করেছে। সে কারনে তার বিল বন্ধ করার আহবান জানান। সেই সাথে বাকি রাস্তাগুলো যেন ভাল হয় এ বিষয়ে পৌর মেয়রের দৃষ্টি কামনা করেছেন।
এ বিষয়ে পৌর মেয়র আঞ্জুমান আরা বন্যা বলেন এর পর থেকে প্রতিটি কাজ শতভাগ বুঝে নেয়া হবে। সে বিষয়ে পৌরবাসিকেও সজাগ থেকে এলাকার কাজ শতভাগ যেন হয় তা দেখার অনুরোধ করেন। আর অনিয়ম কেন করা হল তা জানানো হবে সংশ্লিস্ট কর্তৃপক্ষকে।