নিজস্ব প্রতিবেদক
সন্তান বড় হওয়ার সঙ্গে সঙ্গে, বিশেষ করে বয়ঃসন্ধিতে আসলে মা বাবার চিন্তার শেষ থাকে না। তাদের যত্ন, খেয়াল রাখা, ক্যারিয়ারের পাশাপাশি আরো যে চিন্তা মাথায় আসে তা হলো সন্তানের আচরণ। বয়ঃসন্ধিতে পৌঁছে তাদের আচার-ব্যবহারে অনেকটা পরিবর্তন আসে। এই বয়সে নানা রকম মাদকদ্রব্যের শিকার হতে পারে কিশোর-কিশোরীরা। তাই আগে সচেতন হতে হবে অভিভাবককে। মনোবিদদের মতে, মাদক ও নেশা করলে শিশুদের আচরণগত কিছু পরবর্তন হয়।
তবে বাবা-মা তাদের কাজের ব্যস্ততায় অনেক সময় সন্তানের প্রতি খেয়াল রাখতে পারেন না। মনোবিদরা বলেন, কিছু লক্ষণ দেখলেই সচেতন হোন। কিন্তু কোন কোন লক্ষণ প্রকাশ পেলে তা একেবারেই অবহেলা করা উচিত নয়, জানেন?
সন্তানের মন-মেজাজের দিকে খেয়াল রাখুন। কথায় কথায় বিরক্তি বা রাগ দেখাচ্ছে কি? কিংবা খুব মুড সুইং হচ্ছে? তা হলে সচেতন হোন।
খাওয়া-দাওয়া ও ঘুমের সময়ের উপর নজর রাখুন। ঠিক মত খাওয়া-দাওয়া না করা, বা সারা রাত জেগে থাকা, বাইরে থেকে নেশাগ্রস্থ চোখে বাড়ি ফেরা, হঠাৎই এলোমেলো কথা বলা এ সব দেখলে সতর্ক হোন।
কোনো কোচিংয়ে যাচ্ছে, সেখানে সময় মতো যাচ্ছে কি না, খেয়াল রাখতে হবে সে ক্ষেত্রেও।
দরজা বন্ধ করে চুপচাপ আড্ডা নয়, সকলের মাঝে আড্ডা দিতে বলুন।
সন্তানের ব্যবহার করা ফোন ও ল্যাপটপও বন্ধুর মতোই নিয়ে ব্যবহার করুন। প্রথম থেকেই করলে সন্তানের সাথে গোপনীয়তা থাকবেনা।
হঠাৎই পরীক্ষার ফল খারাপ হতে শুরু করলে তার কারণ নেশা ছাড়াও অনেক কিছু হতে পারে।
অনেক খরচ বেড়ে যাচ্ছে কি? হাত খরচের পরিমাণ বাড়াতে বলছে, এমন দেখলে সচেতন হোন।
কেবল সন্তান নয়, নিজেদের ভুলগুলোও চিহ্নিত করুন। বাড়িতে এমন কিছু করবেন না বা এমন কোনো পরিবেশ তৈরি করে রাখবেন না, যেখানে নেশার জন্য আপনাকেই দায়ি করা হয়।