মো:আজিজুল ইসলাম(ইমরান)
বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে সাতক্ষীরার প্রবীণ আবাসন কেন্দ্রে (বৃদ্ধাশ্রম) প্রবীণদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের উদ্যোগে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর পক্ষ থেকে সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা এলাকায় অবস্থিত প্রবীণ আবাসন কেন্দ্রে (বৃদ্ধাশ্রম) প্রবীণদেরকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে তাদের মাঝে এসকল উপহার সামগ্রী ( শাড়ি, লুঙ্গী) তুলে দেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নাহিদ হাসান শাহিন ও সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসানুজ্জামান শাওন।
এবিষয়ে ছাত্রলীগ নেতা নাহিদ হাসান শাহিন ও হাসানুজ্জামান শাওন বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে জেলার দারিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রীসহ বস্ত্র উপহার দিয়ে চলেছি। এরই অংশ হিসেবে বৃদ্ধাশ্রমে থাকা ব্যক্তিদের মাঝে কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে বৃদ্ধাশ্রমের প্রবীণদের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে তাদেরকে ঈদের নতুন পোশাক সামগ্রী উপহার দিয়েছি।
পরবর্তীতেও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক এসকল কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানান তারা। এসময় উপস্থিত ছিলেন লাবসা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসিবুল হাসান সোহার্তসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।