রবিবার, ০৬ জুলাই ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
মতলব দক্ষিণ উপজেলায় যৌথ বাহিনী কর্তৃক মাদক ব্যবসায়ী আটক চাঁদপুরে জগন্নাথ দেবের উল্টো রথ যাত্রা অনুষ্ঠিত চাঁদপুরে বিষধর সাপের কামড়ে নারীর মৃত্যু  চাঁদপুরে সেরা সাঁতারুর খোঁজে ইয়েস কার্ড পেলেন ৪০ সাতারু  চাঁদপুর চেম্বার ভব‌নে ক্যাব সহ বি‌ভিন্ন দপ্ত‌রের সা‌থে ব‌্যবসা‌য়ি‌দের মত‌বিনময় সভা শাহ মাহমুদপুরে পাট জাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫ম শ্রেণির ছাত্রীকে অপহরণের চেষ্টা// অপহরণ মামলায় মোবারক আটক হারিয়েছে বীরগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: বিভিন্ন পত্রিকায় প্রকাশিত পর তদন্তে পিবিআই, তদন্ত শেষে ডিআইজির ব্রিফিং

সাত ভাই-বোনকে চাপা দেয়া সেই পিকআপ চালক সাইফুল তিনদিনের রিমান্ডে

  • আপডেটের সময় : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪১৫ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের চকরিয়ায় সাত ভাই-বোনকে চাপা দেয়ার ঘটনায় দায়ের করা মামলার আসামি পিকআপ চালক সাহিদুল ইসলাম সাইফুলকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ডের আদেশ পেয়েছে পুলিশ।
রোববার দুপুরে চকরিয়ার জেষ্ঠ্য বিচারিক হাকিম রাজীব কুমার দেবের আদালত এ আদেশ দেন। মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাফায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার পিকআপ চালক সাহিদুল ইসলাম সাইফুল বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সাপেরগাড়া এলাকার মো. আলী জাফরের ছেলে।

হাইওয়ে পুলিশ পরিদর্শক শাফায়েত হোসেন জানান, সাইফুলকে শুক্রবার রাতে র‍্যাব ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে শনিবার রাতে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গত ৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ভোর ৫টার দিকে ধর্মীয় আচার হিসেবে ‘দণ্ডি’ দিতে যান প্রয়াত সুরেশ চন্দ্র সুশীলের ৯ ছেলে-মেয়ে। ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুমঘাট এলাকায় পাশে দাঁড়ানো অবস্থায় সাত ভাই-বোনকে দ্রুতগতিতে এসে চাপা দেয় একটি পিকআপ। এতে ঘটনাস্থলে চার ভাইয়ের এবং পরে হাসপাতালে আরেক ভাইয়ের মৃত্যু হয়।

ঘটনায় আহত অন্য ভাই রক্তিম সুশীল চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে এবং বোন হীরা সুশীল মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় মঙ্গলবার রাতে হতাহতদের ভাই পল্লব সুশীল বাদী হয়ে পিকআপ চালককে আসামি করে চকরিয়া থানায় মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তভার দেন মালুমঘাট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেনকে।

মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ পরিদর্শক শাফায়েত বলেন, রোববার দুপুরে গ্রেপ্তার আসামি সাহিদুল ইসলাম সাইফুলকে জিজ্ঞাসাবাদের জন্য চকরিয়ার জেষ্ঠ্য বিচারিক হাকিম আদালতে সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এতে শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

রোববার রাতের মধ্যেই গ্রেপ্তার আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com