প্রতিনিধি,সুনামগঞ্জ:
সুনামগঞ্জে কীর্তন উদযাপন করা নিয়ে দুইগ্রুপের মধ্যে দেখা দিয়েছে চরম উত্তেজনা। যেকোন মূহর্তে ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা। সেজন কীর্তন উদযাপনস্থলে ৩দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ শুক্রবার (২৬শে ফেব্রুয়ারি) বিকাল ৪টায় জেলার শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা এই আদেশ দেন।
এব্যাপারে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়- জেলার শাল্লা উপজেলার বাহার ইউনিয়নের ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের হিন্দুধর্মালম্বীরা দুই ভাগে বিভক্ত হয়ে মহাদেব নামক স্থানে পৃথক ভাবে কীর্তন উদযাপন করছে। এনিয়ে গ্রামের লোকজনের মধ্যে গত কয়েকদিন যাবত চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মূহর্তে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটতে পারে। সেজন্য মহাদেব গাছতলা নামক স্থানের ৪শত গজের ভিতরে আজ শক্রবার (২৬শে ফেব্রুয়ারি) বিকাল থেকে আগামী রবিবার (২৮শে ফেব্রয়ারি) দুপুর পর্যন্ত প্রবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মোক্তাদির হোসেন এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- সংঘর্ষ এড়াতে কীর্তন উদযাপনের স্থানে ১৪৪ ধারা জারি করে সকল প্রকার সভা,সমাবেশ ও চলাফেরা নিষিদ্ধ করে পুলিশ মোতায়ন করা হয়েছে।