শরীফ মোঃ মাছুম বিল্লাহ ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এ শ্লোগানকে সামনে রেখে মানবতার সেবায় নিয়োজিত অরাজনৈতিক সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘বন্ধু তরুণ সমাজ কল্যাণ পরিষদ’ এর পক্ষ থেকে প্রায় দুই শতাধিক গরীব, অসহায়, কর্মহীন ও দিনমজুর পরিবারে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল ১৫ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৩টায় বন্ধু তরুণ সমাজ কল্যাণ পরিষদের সাংগঠনিক কার্যালয়ে অনুষ্ঠিত এ ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচিতে সংগঠনে সভাপতি মোঃ সুমন কবিরাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মিলনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ শাহজাহান ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২নং আলগী উত্তর ৩নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোঃ বাবুল মিয়া, বিশিষ্ট সমাজ সেবক ফরিদ হোসেন রাঢ়ী, সংগঠনের পরিচালক মামুন খান, সহকারী পরিচালক সোহেল তানভীর, প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আল আমিন গাজী, কার্যকরী কমিটির সহ-সভাপতি জসিম মিয়া রাঢ়ী, রেজাউল কবিরাজ, রাজু পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম সিমু পাটওয়ারী, মাসুদ ভূইয়া, দেলওয়ার হোসেন পাটওয়ারী, দপ্তর সম্পাদক আমজাদ হোসেন পাটওয়ারী প্রমূখ।