শরীফ মোঃ মাছুম বিল্লাহ হাইমচর থানা পুলিশের ব্যপক তৎপরতায় কঠোরভাবে পালিত হয়েছে ৭ম দিনের লকডাউন। উপজেলা সদর আলগী বাজার সহ প্রধান প্রধান সড়কে পুলিশের কঠোর অবস্থান লক্ষ করা গেছে। গতকাল ২০ এপ্রিল ২০২১ মঙ্গলবার সকাল থেকে হাইমচর থানার এএসআই প্রাণকৃষ্ণের নেতৃত্বে বাজারের নিত্য প্রয়োজনীয় দোকান ও ফার্মেসী ব্যতীত সকল প্রকার দোকান বন্ধ রাখা ও জনসমাগম এড়িয়ে চলার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান করা হয়।
স্বাস্থ্যবিধি মেনে চলাসহ মাস্ক পরিধান নিশ্চিত করেন তারা। এসময় বাজারে অযথা সময় না কাটিয়ে কাজ সেরে দ্রুত নিজ নিজ বাড়িতে চলে যাওয়ার জন্য আহ্বান জানান এএসআই প্রাণকৃষ্ণ। যানযট নিরসনে দুর থেকে আসা সিএনজি, ইজিবাইক ও রিকশা বাজার থেকে বের করে দেন। মুদি দোকান ও ফার্মেসীতে সামাজিক দুরত্ব বজায় রেখে কেনাকাটা করার নির্দেশ দেন। হ্যান্ড মাইকে জনসমাগম এড়িয়ে চলার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান করেন তিনি। হাইমচর উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী বলেন, বাজারের যানযট স্থায়ীভাবে নিরসনে কার্যকর প্রদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
সরকারি রাস্তা দখল করে বসানো দোকান ও বিভিন্ন মালামাল রেখে দখল করা রাস্তা দখলমুক্ত করে যানজটের স্থায়ী সমাধান করার চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন সর্বদাই তৎপর। জনসচেতনতা সৃষ্টিতে হাইমচর বাজার, জনতা বাজার, রায়ের বাজার সহ উপজেলা সদর আলগী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গত ৬ দিনে ২৬ টি মামলায় ১৪,৭০০ টাকা জরিমানা করা হয়।