স্টাফ রিপোর্টার :
আইন অমান্য করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন করায় হাজীগঞ্জে একটি ইটভাটার মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে পৌর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক।
তিনি বলেন, উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তারের নির্দেশনায় আজ হাজীগঞ্জ পৌরসভা এলাকায় ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মেসার্স রনি ব্রিকস এন্ড ম্যানুফ্যাকচারিং-২ এ ইট প্রস্তুুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ (সংশোধন) আইন ২০১৯ অনুযায়ী অপরাধ পরিলক্ষিত হয়। উক্ত অপরাধের প্রেক্ষিতে দুটি মামলায় ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
ভ্রাম্যমান আদালতে হাজীগঞ্জ থানা পুলিশ, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক, কানুনগো, ইউএলএও, পেশকার উপস্থিত ছিলেন।
হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।