চাঁদপুর প্রতিনিধি ॥
চাঁদপুরের হাজীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ হিসাবে মো. জোবাইর সৈয়দ যোগদান করেছেন। ২৬ ফেব্রুয়ারি শনিবার রাতে হাজীগঞ্জ থানার বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদের কাছ থেকে চার্জগ্রহণ করেন।
নবাগত ওসি মো.জোবাইর সৈয়দ এর আগে চাঁদপুর ডিবি ওসির দায়িত্বে ছিলেন।
বিদায়ী ওসি মো. হারুনুর রশিদ ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি দায়িত্বে থাকার এক বছরের মাথায় সিলেট রেঞ্জে বদলি হয়েছেন।
হাজীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মো. জোবাইর সৈয়দ তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
চার্জ গ্রহণ শেষে বিদায় ও বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ ফরিদগঞ্জ থানার (সার্কেল) সহকারী পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ, হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) ইব্রাহীম খলিলসহ অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন।