মানিক দাস॥ চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের গাজী বাড়ির ৩ সন্তানের জননী ও প্রথমা স্ত্রী ১০ বছর পর আত্মগোপনে থাকা স্বামীকে পুলিশ সুপার জিহাদুল কবিরের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ নূর হোসেন মামুনের তত্ত্বাবধানে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মামুনুর রশিদ সরকার তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঢাকা থেকে উদ্ধার করে দিলেন স্বামীকে।
জানা যায়, আজ থেকে প্রায় ২৫ বছর পূর্বে তরপুরচন্ডী গাজী বাড়ির শিরিন আক্তারের সাথে ফিরোজপুর জেলার দক্ষিন গাবতলা পাকপড়া পাবা গ্রামের আব্দুর রহিম প্রকাশ মহসিন ৫০ এর সাথে বিবাহ হয়। বিয়ের পর থেকে তাদের সংসার ভালোই কাটছিল।
এর মধ্যে আব্দুর রহিম ও শিরিন আক্তারের সংসারে ৩টি পুত্র সন্তান জন্ম গ্রহণকরে। আজ থেকে ১০ বছর আগে স্বামী স্ত্রীর মধ্যে বাকবিতন্ডা হলে আব্দুর রহিম প্রকাশ মহসিন অবুঝ ৩টি সন্তান ও স্ত্রী শিরিন আক্তারকে রেখে আত্মগোপনে চলে যায়। এরপর থেকে শিরিন আক্তার নিদারুনভাবে সংসার পরিচালনা করতে হয়।
তাদের সংসারে বড় সন্তান শুভর বর্তমান বয়স ২২ বছর। স্বামী আব্দুর রহিম প্রথম স্ত্রী শিরিন আক্তারকে রেখে আত্মগোপনে গিয়ে ঢাকার সায়েদাবাদ এলাকায় বিয়ে করে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সংসার জীবন শুরু করে। ওই সংসারে তাদের ২টি সন্তান রয়েছে। শিরিন আক্তার স্বামীকে ফিরে পেতে পুলিশ সুপার জিহাদুল কবির বরাবর একটি লিখিত আবেদন করেন।
বিষয়টি পুলিশ সুপার জেলা গোয়েন্দা পুলিশকে দায়িত্বভার অর্পন করেন। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ বিষয়টি তদন্ত করে রহস্য উদঘাটনের জন্য উপ-পরিদর্শক মামুনুর রশিদ সরকারকে দায়িত্ব দেন। তথ্য প্রযুক্তি ব্যবহার করে মামুনুর রশিদ সরকার ২৪ আগস্ট শনিবার আত্মগোপনে থাকা শিরিন আক্তারের স্বামী মোঃ আব্দুর রহিম ঢাকা সায়দাবাদ থেকে বের করে চাঁদপুর নিয়ে আসেন।
পরবর্তীতে উভয়ের মাঝে সমজোতা করা হয়। এতে শিরিন আক্তার ১০ বছর পর তার স্বামীকে খুজে পেলেন। এই ১০ বছরের মধ্যে শিরিন আক্তার প্রচুর অর্থ ধার দেনা করে সংসার চালান। এই ধার দেনার অর্থ স্বামী আব্দুর রহিম পরিশোধ করবেন এবং ২ পরিবারকে নিয়ে তিনি বসবাস করার ইচ্ছা পোষণ করেন।