মানিক দাস ॥ চাঁদপুর শহরের গুয়াখোলা সড়কে অবস্থিত ১২৩নং গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও ৫ম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে তা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব এম.এ বারী খানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষিকা হাসিনা আক্তারের পরিচালনায় তা অনুষ্ঠিত হয়।
গত বৃহস্পতিবার বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হয়েছে। বিদায় সংবর্ধণা অনুষ্ঠানে ৭৯ জন বিদায়ী শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আব্দুল হান্নান। এ সময় আরও উপস্থিত ছিলেণ কাউন্সিলর নাছির চোকদার, অভিভাবক কমিটির সদস্য অঞ্জনা রাণী, ফাহিমা বেগম, শিক্ষিকা ইলা রাণী চক্রবর্তী, রাশেদা খাতুন, নাজমা আক্তার, রাবেয়া বেগম, নাছরিন আক্তার, শাহনাজ আক্তার, ফারজানা বেগম, জান্নাতুল ফেরদৌস।