রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ড বিএনপির সম্মেলন, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তারেক রহমানের নির্দেশই দলের দুর্দিনের ত্যাগী কর্মীদের মূল্যায়ন করা হবে ……………….শেখ ফরিদ আহমেদ মানিক ঢাঃবিঃ অধ্যয়নরত মতলব স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার পূর্বে আলোচনায় চাঁদপুরের অতীত ইতিহাস ও ঐতিহ্যকে অক্ষুন্ন রেখে এগিয়ে যেতে হবে     মোস্তফা খান সফরী মৈশাদী ইউনিয়ন বিএনপি সম্মেলন আমরা জাতীয়তাবাদী দলের কর্মী হয়ে নিজেদের গর্বিত মনে করছি ……..শেখ ফরিদ আহমেদ মানিক  বীরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন চাঁদপুর গোপাল জিউর আখড়া মন্দিরের আয়োজনে ১২৩ তম বার্ষিক দোল উৎসবে  জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের শুভেচ্ছা বিনিময়  চাঁদপুরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর মৃত্যু নারী-শিশু নির্যাতনে আইনি ও স্বাস্থ্য সহায়তায় সারাদেশে বিএনপির ৮৪ সেল চাঁদপুর জেলায় এডভোকেট শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন ও এডভোকেট বিবি হাওয়া। শ্রমিক নেতা কিবরিয়া মিঝির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন  কচুয়ায় একতা বন্ধন যুব সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ  মতলব উত্তরে অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযানে ৮০ কেজি জাটকা জব্দ

২ মাস মাছ ধরা নিষিদ্ধ থাকার পর চাঁদপুরের নদীতে ইলিশ না পেয়ে জেলেরা হতাশ

  • আপডেটের সময় : বুধবার, ১৫ মে, ২০১৯
  • ৯২ বার পঠিত হয়েছে

মানিক দাস ॥ মার্চ-এপ্রিল দুই মাসের নিষেধাজ্ঞা শেষে ইতিমধ্যেই নদীতে মাছ ধরতে নেমেছে জেলেরা। তবে প্রত্যাশিত ইলিশ মিলছে না জেলেদের জালে। কাঙ্খিত ইলিশের দেখা না পেয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে জেলার অর্ধলক্ষাধিক জেলে ও তাদের পরিবারের সদস্যরা। যদিও মৎস্য কর্মকর্তারা বলছেন আষাঢ়ের শুরুতে নদীতে মিলবে দেখা মিলবে ইলিশের। মৎস্য কর্মকর্তাদের দাবী প্রচ– গরম, নদীর নাব্যতা সংকট থাকায় নদীতে মিলছেনা কাঙ্খিত ইলিশ।

মার্চ-এপ্রিল দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হয়েছে ১ মে। পরিবারের সদস্যদের নিয়ে একটু ভালোভাবে বাঁচার জন্য জাল নিয়ে ছুটছে জেলেরা। কিন্তু জেলেদের জালে ইলিশ ইলিশের দেখা নেই খুব একটা। দীর্ঘ সময় নদীতে জাল বেয়ে যে পরিমান মাছ পাওয়া যাচ্ছে, তা দিয়ে নৌকার খরচের পয়সাই উঠছে না তাদের।
ফলে জেলেদের আশা দুরাশায় পরিনত হচ্ছে। বিগত সময়ে করা জেলেদের কর্জের টাকা পরিশোধ করা দূরে থাক, নিত্যদিনের খাবার জোটাতেই হিমশিম খেতে হচ্ছে । একই সাথে রমজান মাস শুরু হওয়ায় দুর্ভোগ আরো বেড়েছে ।

চাঁদপুরের পদ্মা-মেঘনায় মাছ ধরার কাজে নিয়োজিত রয়েছে ৫১ হাজার ৯শ’ ৮৯ জন জেলে। জাটকা রক্ষায় মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকাজুড়ে নিষেধাজ্ঞা দেয় সরকার। এই সময়টাতে নদীতে সকল প্রকার জাল ফেলা নিষিদ্ধ ছিল।

জাটকা রক্ষা কার্যক্রমের আওতায় নিষেধাজ্ঞার সময় এসব জেলেদের চার মাস ৪০ কেজি করে চাল দেওয়া হয় সরকারি ভাবে। নিষেধাজ্ঞার সময়টাতে জেলেরা বিভিন্ন এনজিও ও দাদনদারের কাছ থেকে ঋণ করে পরিবারের খরচ চালিয়েছে। নিষেধাজ্ঞা শেষে নদীতে ধরা মাছ বেঁচে ঋণ পরিশোধ করার স্বপ্ন থাকলেও বাস্তবের চিত্র ভিন্ন।

হাইমচরের নলের চরের জেলে জামাল বলেন, দুই মাস পরে নদীতে মাছ শিকার করতে নেমেছি। কিন্তু ইলিশের দেখা নেই জালে। সকাল থেকে বিকেল পর্যন্ত নদীতে জাল টেনে যেই পরিমানে মাছ পাওয়া যায় তা দিয়ে খরচের টাকাই ওঠে না। পরিবারের সদস্যদের ভরণ পোষন চালাতে হিমশিম খাচ্ছি। চাল, ডাল কিনতে পারলেও ইফতার সামগ্রী কিনতে পারি না।

হাইমচর উপজেলার চরভৈরবী এলাকার জেলে রহমত মিয়া বলেন, রমজান মাস চলায় সংসারে স্বাভাবিকের চেয়ে খচর অনেক বাড়তি। কিন্তু নদীতে মাছের দেখা নেই। নিষেধাজ্ঞার সময়ে অনেক টাকা ঋণ করে সংসার চালিয়েছি। নদীতে মাছ ধরে ঋণের টাকা পরিশোধ করাতো দূরে থাক চাল কেনার টাকাই থাকে না। স্ত্রী সন্তানদের জন্য ইফতার ও সেহেরীতেও ভালো কোন খাবার কিনতে পারি না।

চাঁদপুর জেলা মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত বলেন, এখন নদীতে মাছ নেই বললেই চলে। আড়তে মাছের আমদানী অনেক কম তাই দাম কিছুটা বেশি। তিনি বলেন, এক একটি জেলে নৌকায় ৮ থেকে ১০ জন জেলে থাকে। নদীতে মাছ ধরা কম পড়ায় সকল খরচ শেষে জেলেদের লাভ তেমন একটা থাকে না। তাছাড়া রমজান মাস চলায় জেলেদের দুর্ভোগ আরো বেড়েছে। তাই অনেকটা মানবেতর জীবন যাপনই করছে তারা।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী বলেন, এখন নদীতে ইলিশ খুব বেশি না পেলেও কিছু দিন পরেই জেলেরা অনেক মাছ পাবে বলে আশা করছি। তিনি বলেন, এবছর জাটকা সংরক্ষণ কার্যক্রম ভালো হয়েছে। প্রচুর পরিমান জাটকা নদীতে বিচরণ করেছে। জীবন চক্রের অংশ হিসেবে ইলিশ এখন সমুদ্রে চলে গেছে। জুলাই মাস থেকেই আবার ইলিশ নদী মুখি হয়ে উঠবে। আর তখনি জেলেদের জাল ভরে উঠবে রূপালী ইলিশে। নিষেধাজ্ঞার সময়টাতে জেলেদের সরকারিভাবে সহায়তা করা হলেও এখন আর কোন সহায়তা করা হবে না বলেও জানান তিনি।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com