মানিক দাস ।। চাঁদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থি অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল ৮নং ওয়ার্ডে দিনভর উঠোন বৈঠক ও গণসংযোগ করেছেন।
৩ অক্টোবর শনিবার গুয়াখোলা প্রাথমিক বিদ্যালয় মাঠ, কোড়ালিয়া রোডের হালিম শেখের বাড়ি, প্রাথমিক বিদ্যালয় মাঠ, সাহা বাড়ি উঠোন বৈঠকে বক্তব্যে বলেন, একই ঠিকাদার বার বার পৌরসভার কাজ পাচ্ছে এরা কারা কোন দলের লোক। সিন্ডিকেটের কারনে একই লোক বার বার কাজ পান। আপনার সিদ্ধান্ত নিবেন ১০ অক্টোবর সিন্ডিকেট থাকবে কি থাকবে না।
তিনি আরো বলেন, পৌরসভা নাগরিক সুবিধা দিবে আপনারা নাগরিক হিসেবে পৌর টেক্স প্রদান করবেন। কিন্তু আপনারা কি সঠিকভাবে নাগরিক সেবা পেয়েছেন। আমাকে নির্বাচিত হবার একটি বার সুযোগ দেন আপনাদের কাঙ্খিত পৌরসভা উপহার দিব। আমি নির্বাচিত হলে পৌরসভার সকল নাগরিকের মেয়র হিসেবে কাজ করবো কোন দলের মেয়র হিসেবে নয়।আপনারা আমার কথার উপর ভরসা রাখবেন। আমি যা করতে পারবো তাই বলছি।
এসময় উপস্থিত ছিলেন রাজ্জাক সর্দার, হারুন পাটওয়ারী, জেলা আওয়ামীলীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, কাউন্সিলর প্রার্থি হেলাল হোসাইন, মহিলা কাউন্সিলর প্রার্থি ফরিদা ইলিয়াস প্রমূখ।কোড়ালিয়া রোড সামছুল পাটোয়ারীর বাড়ী প্রাথমিক বিদ্যালয় মাঠ,কোড়ালিয়া,রোড শেষ অংশ, সাহা বাড়ী, গুয়াখোলা রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ,সিএনজি স্ট্যান্ড, নিশি রোড লতিফ খান বাড়ী, ঘোষ পাড়া, আদর্শ মুসলিমপাড়া, মহিলা কলেজ রোড বৈশাখি ভিলা ও বিদ্যূত শ্রমিক লীগের সাথে বৈঠক করেন।