1. rajubdnews@gmail.com : admin :
  2. bipplobsarkar@gmail.com : Md. Bipplob Sarkar : Md. Bipplob Sarkar
  3. crimeaction24@gmail.com : Maruf Gazi : Maruf Gazi
  4. mizanbhola10@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০২:২৫ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
২৯ মে উপজেলার ১১৮টি কেন্দ্রেই বিজয়ী হবো বলে বিশ্বাস করি: খাজে আহমেদ মজুমদার হাজীগঞ্জ দুটি হাসপাতালের এক্স-রে রুম সিলগালা ভাইস চেয়ারম্যান পদে শাহ জালাল পুনরায় উড়োজাহাজ প্রতীক পেলেন মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে শিক্ষকদের দিনব্যাপী মেন্টর তৈরি প্রশিক্ষণ দিনে হিটস্ট্রোকের ভয়, চাঁদের আলোয় ধান কাটছে মতলব উত্তরের চাষিরা ধর্ম নিয়ে কটূক্তি,ডিজিটাল নিরাপত্তা আইনে জবি শিক্ষার্থী তিথির পাঁচ বছরের জেল চাঁদপুর শহরে নির্মান শ্রমিক রবিনের গলায় ছুরিকাঘাত করলো অপর শ্রমিক হাসিম চেয়ারম্যান পদে পুনরায় আনারস প্রতীক পেলেন ফয়েজ আহমেদ স্বপন এবারের এসএসসি পরীক্ষায় রাফিজা কবির মীম জিপিএ -৫.০০ পেয়েছে পরীক্ষায় ফেল করায় হরিপুরে আরও এক শিক্ষার্থীর আত্মহত্যা !

অতপর তদন্তে গেলেন সার্ভেয়ার!! মামলার বাদীই বলেন বিরোধের সম্পত্তি বিবাদীদের দখলে

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১
  • ৪৯ বার পঠিত হয়েছে

আব্দুলমান্নানখানঃ মতলব প্রতিনিধিঃ
মতলবের নারায়নপুরে বিছমিল্লাহ ট্রেডার্স ও মদিনা আইচক্রিম কারখানার সত্ত্বাধিকারী শাহলমের মেইল ও আইচক্রিম কারখানার জমির মালিকানা নিয়ে দায়ের করা মামলার দখলি তদন্তগত বছর ১৯ নভেম্বর হয়নি। অবশেষে গত ৬ জানুয়ারি সার্ভেয়ারের মাধ্যমে তদন্ত কাজ সম্পন্ন হয়। আর তদন্তে মামলার বাদী বদরুজ্জামান লোকমান নিজেই উপস্তিতি লোকজনের সামনে নিয়োজিত সার্ভেয়ারের সহিদুল্লাহের সাথে বলেন বিরোধের সম্পত্তিটুকু বিবাদেরর দখলে রয়েছে।
উল্লেখ্য গত ১৯ নবেম্বর এবিষয়ে একটি সংবাদ প্রকাশ হয় এই শিরোনামে
মতলবের নারায়নপুরে বিছমিল্লাহ ট্রেডার্স ও মদিনা আইচক্রিম কারখানার সত্ত্বাধিকারী শাহলমের মেইল ও আইচক্রিম কারখানার জমির মালিকানা নিয়ে দায়ের করা মামলার দখলি তদন্ত ১৯ নভেম্বর হয়নি। অবশেষে গত ৬ জানুয়ারি সার্ভেয়ারের মাধ্যমে তদন্ত কাজ সম্পন্ন হয়। আর তদন্তে মামলার বাদী বদরুজ্জামান লোকমান নিজেই বরেন বিরোধের সম্পত্তিটুকু বিবাদেরর দখলে রয়েছে।
উল্লেখ্য গত ১৯ নবেম্বর এবিষয়ে একটি সংবাদ প্রকাশ হয়।
আর এ তদন্ত করবেন ঐ ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা হুমায়ুন কবির। গত ১৫ নবেম্বর ২০ তারিখের ঐ আফিস থেকে প্রেরিত এক পত্র হতে এর নিশ্চিত করা হয়।
আর এ তদন্ত প্রতিবেদন করে দিতে পারে পূনরায় চল্লিশ হকারের কর্মসংস্থানের ব্যাবস্থা।
সরেজমিনে যানাযায়, চলমান মেইল ও আইচক্রিম কারখানার বিদ্যুতের লাইনের তার আকস্মিক এক দূর্ঘটনায় ছিড়ে যায়। সেই লাইনের তার মেরামতের জন্য মালিকের দৌড়ঝাঁপ বিদ্যুৎ অফিসে।
এমনি অবস্থায় লোকমান নামে এক ব্যাক্তি ঐ দোকান ঘরের জমির  মালিক দাবী করে শাহলম গংরা দখল করতে চায় বলে চাঁদপুর ম্যাজিষ্ট্র্যাট আদালতে ১৪৫ ধারামতে মামলা করে দেয়।  লোকমান নামে ঐ ব্যাক্তি মামলার বিষয়ে মতলব পল্লী বিদ্যুতের ডি, জি,এমকে জানাইলে তিনি আদালতের কোন নিষেধাজ্ঞা না থাকলেও অজানা কারনে বিদ্যুতের তার মেরামত করে পূনঃসংযোগে  বন্ধ রাখেন।
এদিকে দেকানে বিদ্যুতের সংযোগ না থাকায় বন্ধ রাখতে হয়েছে মেইল ও আইসক্রিম কারখানার সবধরনের কার্যক্রম। বিদ্যুতের অভাবে মেইল ও আইচক্রিম কারখানর মেশিন গুলো বন্ধ থাকায় বন্ধ হয়ে যায় উৎপাদন। আর এতে বেকার হয়ে পড়ে ঐ মেইল ও আইচক্রিম কারখানার উৎপাদিত বিভিন্ন রকমের পন্য বিক্রেতা (হকার) রা। এতে মানবেতর জীবনযাপনে পড়ে চল্লিশজন হকার। অনাহারে অর্ধাহারে  কাটছে তাদের পরিবারের সদস্যদের জীবন। এখন এ চল্লিশ হকারের পরিবারের সদস্যদের একমাত্র ভরসা নারায়নপুর ভূমি অফিসের কর্মকর্তা হুমাযুন কবিরের তদন্ত প্রতিবেদনে মেইল ও কারখানা ঘর ও জমি কার দখলে রয়েছে তার উপর। গত প্রায় নয় বছর ধরে জমি ও ঘর মালিক শাহলম এখানে ব্যাবসা করে আসছে। এর পূর্বে তিনি অন্যের ঘরে বাড়া থেকে এ ব্যাবসা করে আসছিলেন।
এ বিষয়ে জমি ও ঘর মালিক শাহলম বলেন, আমি মামলায় উল্লেখিতদাগ খতিয়ানে রেজিস্টারি ও বায়না মূলে ৭ শতক ভূমির মালিক হয়ে ঘর নির্মাণ করে মেইল ও আইচক্রিমের কারখানা বানিয়ে বিদ্যুতের সংযোগ পেয়ে দীর্ঘদিন যাবত ব্যাবসা পরিচালনা করিয়া আসিতেছি। আমার প্রতিষ্ঠানের মাধ্যমে চল্লিশ জন হকার কাজ করে তাদের পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করছে। আমি এই মিথ্যা হয়রানি মূলক মামলার নিষ্পত্তি চাই তদন্তকারী কর্মকর্তা ও আপনাদের।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর
© All rights reserved by CrimeAction 24 Dot Com.
Theme Customized BY LatestNews