1. rajubdnews@gmail.com : admin :
  2. bipplobsarkar@gmail.com : Md. Bipplob Sarkar : Md. Bipplob Sarkar
  3. crimeaction24@gmail.com : Maruf Gazi : Maruf Gazi
  4. mizanbhola10@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
শনিবার, ০৪ মে ২০২৪, ০৭:৫৩ পূর্বাহ্ন

অনন্যা নাট্য গোষ্ঠীর ৫ দিনব্যাপী নিজস্ব প্রযোজনা ভিত্তিক নাট্যোৎসব শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১১৬ বার পঠিত হয়েছে
মানিক দাস// বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ভুক্ত সদস্য সংগঠন অনন্যা নাট্য গোষ্ঠীর ৫০ বছরে পদার্পণ উপলক্ষে  ৫ নভেম্বর রোববার থেকে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে ৫ দিন ব্যাপী ফিরেদেখা শিরোনামে নিজস্ব প্রযোজনা ভিত্তিক নাট্যোৎসব শুরু হয়েছে।
 সন্ধ্যা সাড়ে ৬ টায় ফিরেদেখা নিজস্ব প্রযোজনা ভিত্তিক নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডাঃ পিযুষ কান্তি বড়ুয়া, চাঁদনি প্রেস ক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্যাহ। আরো বক্তব্য রাখেন অনন্যা নাট্য গোষ্ঠীর সহ সভাপতি হারুন আল রশিদ, বর্নচোরা নাট্য গোষ্ঠীর সাধারন সম্পাদক শরীফ চৌধুরী।
বক্তারা বলেন, এ মাটি নয় জঙ্গীবাদের এ মাটি স্বাধীনতার। এ শ্লোগানকে হৃদয়ে ধারন করে অনন্যা নাট্য গোষ্ঠীর ৫ দিন ব্যাপী নাট্যোৎসব দেখবেন। আমরা পরিবার পরিজন নিয়ে নাটক উপভোগ করবো।
আরো বক্তব্য রাখেন অনন্যা নাট্য গোষ্ঠীর সহ সভাপতি হারুন আল রশিদ, বর্নচোরা নাট্য গোষ্ঠীর সাধারন সম্পাদক শরীফ চৌধুরী।
এ সময় মঞ্চে উপস্হিত ছিলেন,  অনন্যা নাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা মোঃ হানিফ, বর্নচোরা নাট্য গোষ্ঠীর সভাপতি শুকদেব রায়,সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুরের সভাপতি তপন সরকার,  অনুপম নাট্য গোষ্ঠীর সাধারন সম্পাদক গোবিন্দ মন্ডল,অনন্যা নাট্য গোষ্ঠীর সাধারন সম্পাদক মৃণাল সরকার,  স্বরলিপি নাট্য দলের প্রতিষ্ঠাতা ও সভাপতি এম আর ইসলাম বাবু।
অনন্যা নাট্য গোষ্ঠীর ৫০ বছরে পদার্পন করায় বর্নচোরা নাট্য গোষ্ঠীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উদ্বোধনী দিন সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে মলিয়রের হাসির নাটক শহীদ পাটোয়ারীর নির্দেশনায় ঘর জামাই মঞ্চস্হ হয়। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন, শহীদ পাটোয়ারী, মৃণাল সরকার,জয়া শর্মা, মোবারক শিকদার, রুনা আক্তার আশা, ফাতেমা জেরিন, নাজমুল হাসান বাঁধন, আলমগীর হোসাইন।
আজ  ৬ নভেম্বর সোমবার সন্ধ্যায় মঞ্চস্হ হবে হানিফ পাটোয়ারীর নির্দেশনায় নাটক সুবচন নির্বাসনে। এ নাটকটি অনন্যা নাট্য গোষ্ঠী পূর্বেও বেশ কয়েক বার মঞ্চস্হ করেছে।  ১৯৮৪ সালে নাটকটি মঞ্চায়ন বন্ধ রাখা হয়। এখন নতুন ভাবে নব প্রজম্মকে নিয়ে সুবচন নির্বাসন নাটকটি নতুন ভাবে মঞ্চায়ন করছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর
© All rights reserved by CrimeAction 24 Dot Com.
Theme Customized BY LatestNews