নিজস্ব প্রতিনিধি:
তথ্য গোপন করে জালিয়াতির মাধ্যমে নিজ এলাকায় দিব্যি চাকুরী করা মতলব উত্তর উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. মনির হোসেন কে অবশেষে ফেনী জেলার সোনাগাজীতে বদলি করা হয়েছে।
তার বিরুদ্ধে সুলতানাবাদ ইউনিয়নের আমুয়াকান্দা গ্রামের ব্রিজ নির্মাণে দুর্নীতির অভিযোগ পাওয়ায় তাহার চাকুরির মেয়াদ মাত্র এক বছর থাকা স্বত্ত্বেও তাকে দুর্নীতির অভিযোগে প্রশাসনিক কারণে মতলব উত্তর হতে ফেনী জেলার সোনাগাজীতে বদলি করা হয়েছে। আলোচিত এই বিতর্কিত কর্মকর্তার নামে দুর্নীতি ও জালিয়াতির সংবাদ ইতিমধ্যে জাতীয় ও স্থানীয় একাধিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। তিনি ছিলেন আওয়মীলীগের প্রেসিয়িাম সদস্য, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী মায়া চৌধুরীর একান্ত কাছের লোক। তিনি মায়া চৌধুরীর সাথে সেলফি তুলে সেই ছবি মতলব উত্তর অফিসার্স ক্লাব হোয়াটস এ্যাপ গ্রুপে আপলোডের মাধ্যমে নিজের ক্ষমতা জানানে দিতেন।
প্রকৌশলী মোঃ মনির হোসেন চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দির ইউনিয়নের হাজীপুর গ্রামের, পো. ভেদুরিয়া বাজার, খান বাড়ির মো. আলাউদ্দিন খান এবং মাতা রহিমা বেগমের পুত্র। জাতীয় পরিচয়পত্র মোতাবেক তাঁর স্থায়ী ঠিকানা চাঁদপুর জেলার মতলব উত্তর হলেও চাকুরির রেকর্ডপত্র অনুযায়ী তার স্থায়ী ঠিকানা এখন বগুড়া জেলার সদর উপজেলার বগুড়া পৌরসভার ৯নং ওয়ার্ড বলে তিনি জানান। তিনি ভূয়া জাতীয় পরিচয় পত্র তৈরি করে জাল-জালিয়াতির মাধ্যমে তাঁর স্থায়ী ঠিকানা গোপন করে নিজ এলাকায় অনৈতিক প্রভাব খাঁটিয়ে চাকুরি করে গেলেও তা সরকারি কোন নথিপত্রে উল্লেখ নেই। তিনি তথ্য গোপন করেই সরকারি চাকুরিতে বহাল রয়েছেন বলে জানান সংশ্লিষ্ট সূত্র। চাকুরিতে অনৈতিক সুবিধা নেওয়ার জন্যই দুটো স্থায়ী ঠিকানা ব্যবহার করে যাচ্ছেন বলে প্রতীয়মান হয়।
তবে চাঁদপুর নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তাঁর জাতীয় পরিচয়পত্রে স্থায়ী ঠিকানা হিসেবে মতলব উত্তরে আর বর্তমান ঠিকানা হিসেবে বগুড়া জেলা সদরের ঠিকানা উল্লেখ রয়েছে।
তথ্য গোপন করলেও তাঁর স্থায়ী ঠিকানা মতলব উত্তরেতো বটেই তিনি মতলব উত্তর উপজেলার এখলাছপুর উচ্চ বিদ্যালয়ে লেখাপড়াও করেছেন বলে এলাকাবাসী জানান। এমনকি তিনি ইতিপূর্বে এলাকার কৃতিসন্তান হিসেবে নিজ খরচে অনুষ্ঠান আয়োজন করে এখলাছপুর উচ্চ বিদ্যালয় থেকে সংবর্ধনাও গ্রহণ করেছেন।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, তাঁর জাতীয় পরিচয়পত্রে স্থায়ী ঠিকানা হিসেবে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা উল্লেখ করা হলেও পরিবার-পরিজন নিয়ে বর্তমানে বসবাস করছেন ঢাকার মোহাম্মদপুর এলাকার রায়ের বাজার মুক্তি সিনেমা হল রোডের নিজ ফ্ল্যাটে। এদিকে বগুড়ায় খোঁজ নিয়ে দেখা যায় বগুড়ার তার বাড়ি নং ৮৩৪-এ/৯৪২, খান্দার ৯নং ওয়ার্ড, বগুড়া পৌরসভা, বগুড়া সদর, বগুড়া জেলা। আরো জানা যায় যে, উক্ত ঠিকানায় তার বাড়িটি অত্যন্ত ব্যায়বহুল আলিশান বাড়ী। এছাড়াও ঢাকার মোহাম্মদপুরে রায়ের বাজার মুক্তি সিনেমা হল রোডে কোটি টাকা মূল্যের নিজস্ব ফ্ল্যাট, ঢাকায় দামী প্লট ও সাভারেও অনেক সম্পত্তি রয়েছে বলেও বিশ্বস্ত সূত্র জানায়। এছাড়া মতলব উত্তরের গ্রামের বাড়ীতে তার রয়েছে স্থাপনা।
তার একাধিক বাড়ি ও এমন বিপুল পরিমাণ সম্পদ অর্জনের বিষয়ে জানতে চাইলে তিনি দম্ভ করে বলেন- ‘বাড়িতো থাকবেই, কেউতো আর রাস্তায় থাকে না। আমার কোথায় কি আছে তা জানতে আপনাদেরকে আমি সহযোগীতা করবো।
জানা যায় পৈত্রিক সূত্রে তিনি তেমন কোন সম্পদের মালিক ছিলেন না। তিনি ব্যক্তি জীবনে ডিপ্লোমা প্রকৌশলী কোর্স করে উপ-সহকারী প্রকৌশলী পদে ২য় শ্রেণির কর্মকর্তা হিসেবে সরকারী চাকুরিতে যোগদান করেন। তবে কিভাবে বর্তমানে এতো কোটি টাকার সম্পদের মালিক বনে গেলেন তা কেউ বলতে পারছে না।
অপরদিকে সরকারি চাকুরির বিধি এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের পরিপত্র অনুযায়ী নিজ জেলায় পোস্টিং এর বিধান না থাকলেও তথ্য গোপন করে তিনি নির্বিঘ্নে নিজ এলাকায় চাকুরি করেন কিভাবে তা এখন সকলের প্রশ্ন ।