মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৭:০৩ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
Каким образом онлайн-казино привлекают игроков с использованием соревнований বাগাদী চৌরাস্তায় আগুনে পুড়ে ছাই ১০ ব্যবসা প্রতিষ্ঠান চাঁদপুর পাটোয়ারী  নিউজ পেপার এজেন্সির ম্যানেজার কানু রাহুতের পরলোকগমন  বোচাগঞ্জে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত ৮ মাস পর বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরল ১২ বাংলাদেশী নাবিক চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে  রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসকের উপর হামলা  চাঁদপুরে বন্ধুর বাসায় ডেকে নিষ্ঠুর হামলা দুই হিজরা গ্রেফতার মতলব উত্তরে দুই দিনে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ চাঁদপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মতলব Онлайн гэмблинг-платформа с богатыми премиями и значительной лояльностью.

আদালতের নিদেশে দোকান বুজে পেলেন প্রকৃত মালিক /// পিছু হটলেন জালিয়াত চক্র

  • আপডেটের সময় : বুধবার, ৭ আগস্ট, ২০১৯
  • ১২৫ বার পঠিত হয়েছে

বিশেষ প্রতিনিধি // চাঁদপুর শহরের প্রান কেন্দ্র বাস স্ট্যান্ড এলাকার ইলিশচত্বরে ব্যক্তি মালিকানাধীন রব ভবনের উওর পাশ্বের রস বিলাস নামক (মিষ্টি দোকান) টি মোঃ আতিকুর রহমান, পিতা- লোকমান হোসেন সাং পূব শ্রীরামদী ভাড়াটিয়া হিসেবে ভাড়া নিয়ে ব্যবসা চলামান অবস্হায় জালিয়াতির আশ্রয় নিয়ে নিজে দোকানের মালিক দাবী করে জোরপূর্বক দখল করে রাখার অভিযোগ পাওয়া গেছে।
উক্ত সম্পওির মালিক মোঃ রোবায়েত ইমাম জানান ,চাঁদপুর শহরের স্টেডিয়াম রোডস্থ ইলিশচত্বর সংলগ্ন রব ভবনের উওর পূব কণারের দোকানটি ২০১৩সালে ৪ বছরের ভাড়াটিয়া চুক্তিনামা সম্পাদনার মাধ্যমে উল্লেখিত মোঃ আতিকুর রহমান ভাড়া নেয়। এরপর ঐ দোকান টিতে রস বিলাস নামক একটি মিষ্টি দোকান দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে।
পরবতীতে এ ভাড়ার চুক্তি অনুযায়ী মেয়াদ শেষ হলে তাকে বার বার চুক্তিনামা নবায়ন বা দোকান ছাড়ার জন্য বললে সে টালবাহানা শুরু করে। তিনি আরো বলেন, এক পযায়ে বিষয়টি স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবগের মাধ্যমে ও কোনো সুরাহা না পাওয়ায়, গত ৭ অক্টোবর ২০১৮ ইং তারিখে চাঁদপুর মডেল থানা একটি অভিযোগ দায়ের করি।
উক্ত অভিযোগের প্রেক্ষিতে চাঁদপুর মডেল থানার মাধ্যমে গত ৩১ মাচ উক্ত আতিকুর রহমান তার পরিচালনাধীন রস বিলাস নামক মিষ্টি দোকানটি ছেড়ে দিবে মমে অঙ্গীকার করে। এই অঙ্গিকার নামা কে উপেক্ষা করে কয়েকদিনের মধ্যে ভাড়াটিয়া আতিকুর রহমান দোকানের মালিকানা দাবী করে আদালতে মামলা করেন। যার নং ৩৯৫/২০১৯ইং।

মালিকানা দাবীর স্বপক্ষে
যথাপোযুক্ত কাগজ পএ আদালতে উপস্হাপন না করতে পারা এবং আদালতের নিদেশে এসিল্যান্ড চাঁদপুর সদরের তদন্ত করে আদালতে একটি প্রতিবেদন দাখিলের নিদেশ দেন। উক্ত তদন্ত প্রতিবেদনে আতিকুর রহমানের দায়ের কৃত মামলাটি মিথ্যা এবং ভুয়া প্রমাণিত হওয়ায় আদালত তা খারিজ করে দেন। একই ভাবে অনতিবিলম্বে দোকান খালি করে দেওয়ার নিদেশনা দেন। আদালতের এই আদেশ দেখে উপায়ন্ত না দেখে জোর পূবক দখলদার আতিকুর রহমান প্রভাব খাটিয়ে বিভিন্ন প্রভাবশালী দ্বারা দোকানের মালিক পক্ষ কে বিভিন্ন হুমকী দমকী দিয়ে মেরে ফেলার হুমকী প্রদান করতে থাকে।

এই অবস্হায় দোকান মালিক রোবায়েত ইমাম গত ৫ আগষ্ট চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা করেন। পাশাপাশি আদালতের রায় অনুযায়ী দোকান টি উদ্বারের জন্য আইনগত সহযোগিতা চেয়ে থানায় দরখাস্ত করে। পরে চাঁদপুর মডেল থানা পুলিশ ভাড়াটিয়া আতিককে এ বিষয়ে তলব করলে সে পালিয়ে যায়। এক পযায়ে পুলিশের আল্টিমেটামের মধ্য দিয়ে গত ৬ আগষ্ট রাত ১২ টার মধ্যে অবশেষে রস বিলাস নামক মিষ্টির দোকান টি খালি করতে বাধ্য হয় জালিয়াতির মাধ্যমে মালিকানা দাবিদার আতিকুর রহমান।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com