1. rajubdnews@gmail.com : admin :
  2. bipplobsarkar@gmail.com : Md. Bipplob Sarkar : Md. Bipplob Sarkar
  3. crimeaction24@gmail.com : Maruf Gazi : Maruf Gazi
  4. mizanbhola10@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
রবিবার, ০৫ মে ২০২৪, ০২:২৭ পূর্বাহ্ন

ওরা প্রেমতলীর মাদক কারবারি, ভয় দেখায় পুলিশ- প্রশাসনের

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৬৪ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
ওরা মাদক কারবারি। প্রকাশ্যে বিক্রি করে ভারতীয় ফেনসিডিল। মাদক বিক্রি বন্ধের জন্য তাদের বল্লেই ভয় দেখায় র‌্যাবের। এমনই বক্তব্য গোদাগাড়ী থানার ৬নং মাটিকাটা ইউনিয়নের জনৈক দুই ভুক্তভোগী যুবকের।

তারা জানায়, রাজশাহীর গোদাগাড়ী থানার ৬নং মাটিকাটা ইউনিয়নের প্রেমতলী, পিরিজপুর, গোপালপুর, সোনাদিঘী, কালিদিঘী সহ পুরো এলাকার মাদক সিন্ডিকেটের মূল হোতা শফিউর রহমান শুভ, শুভোর আপন ভাই সনি, উভয়ের পিতা: আব্দুল হামিদ (সাবু) , নূরু মাঝি ও তাদের সহযোগী, সুজন, সোহাগ, মশিউর, সোহাগ-২, বাকি সহ ৭/৮জন। তারা ভারতের বর্ডার থেকে ফেনসিডিল সংগ্রহ করে পুরো মাটিকাটা ইউনিয়নে প্রকাশ্যে খুচরা ও পাইকারী ফেনডিলের কারবার চালাচ্ছে। তাদের এই অবৈধ কারবার বন্ধের জন্য বল্লেই নেমে আসে নির্যাতন ও প্রশাসনকে ধরিয়ে দেয়ার হুমকি ধামকি।

তাদের প্রত্যেকের নামে গোদাগাড়ী থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। তারপরও অজ্ঞাত কারনে তারা প্রশাসনের ধরা ছোয়ার বাইরে থেকেই তাদের নিত্যদিনের কাজ, মাদকের কারবার চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ অত্র অঞ্চলের বাসিন্দাদের।

স্থানীয়রা বলেন, শুভ, সনি, নূরু মাঝি সহ তাদের সহযোগী ৭/৮জনের বিরুদ্ধে প্রশাসন কঠোর হলে অত্র এলাকা মাদকমুক্ত হবে।
তারা আরও বলেন, মাদক কারবারি শুভ ও সনির বাড়ি পুলিশ ফাঁড়ি থেকে ১০০ গজের মধ্যে হলেও অজ্ঞাত কারনে পুলিশ তাদের ধরেনা। এই দুই মাদক কারবারি প্রকাশ্যে বলে পুলিশকে টাকা দিয়ে ব্যবসা করি। আমাদের কোন সমস্যা নাই।

জানতে চাইলে প্রেমতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ রফিকুল ইসলাম জানান, মাদক সিন্ডিকেটের মূল হোতা শফিউর রহমান শুভ’র বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। সনিকে গ্রেফতার করা হয়েছিলো জামিনে এসে পূনরায় মাদক কারবারে যুক্ত হয়েছে। নূরু মাঝি সহ প্রত্যেকের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

জানতে চাইলে জেলা পুলিশের মূখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর), মোঃ ইফতেখায়ের আলম জানান, প্রেমতলি মাটিকাটা ইউনিয়নের মাদক কারবারিদের বিষয়টি আমার জানা নেই। তবে যেহেতু তারা মাদক কারবারি। তাই তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর
© All rights reserved by CrimeAction 24 Dot Com.
Theme Customized BY LatestNews