1. rajubdnews@gmail.com : admin :
  2. bipplobsarkar@gmail.com : Md. Bipplob Sarkar : Md. Bipplob Sarkar
  3. crimeaction24@gmail.com : Maruf Gazi : Maruf Gazi
  4. mizanbhola10@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
শনিবার, ০৪ মে ২০২৪, ০৬:৪৩ অপরাহ্ন

কচুয়ায় জোরপূর্বক পুকুরে মাছ চাষ ও সীমানা প্রাচীর নির্মানের অভিযোগ

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭
  • ৭৬ বার পঠিত হয়েছে
কচুয়ায় সীমানা প্রাচীর ও কবরস্থানের একাংশ

আলমগীর তালুকদার : চাঁদপুরের কচুয়ার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের প্রসন্নকাপ গ্রামে জোরপূর্বক পুকুরে মাছ চাষ ও সীমানা প্রাচীর নির্মানের অভিযোগ পাওয়া গেছে।অভিযোগ মর্মে জানা গেছে প্রসন্নকাপ মুন্সী বাড়ির সিদ্দিকুর রহমানের ছেলে রুহুল আমিন একই বাড়ীর আঃ আউয়ালের ছেলে মোঃ শহীদউল্লাহ, রুহুল আমিনের পিতা সিদ্দিকুর রহমান সহ ৮ অংশিদারের নিকট হতে পুকুর লীজ নেয়। পুকুরে মাছ চাষের জন্য ওই বাড়ির ৪৬৭ নং খতিয়ানে ১৪৩৪ দাগে বাড়ির পুকুর ১৫ জুলাই ২০১৪ সালে ২ বছরের জন্য ৫০,০০০ টাকায় লীজ নেয় যাহার মেয়াদ ১২ জুন ২০১৬ সালে শেষ হয়। অংশিদার আঃ আউয়াল মুন্সীর ছেলে মোঃ শহীদউল্লা জানান লীজের মেয়াদ শেষ হওয়ার পরও রুহুল আমিন লীজকৃত পুকুরটি অন্যান্য শরীকদের বুঝিয়ে না দিয়ে জোরপূর্বক মাছ চাষ করে আসছে।

তাছাড়া সিদ্দিকুর রহমান বাড়ীতে সীমানা প্রাচীর দিয়ে জনচলাচলের ব্যাঘাত ও প¦ার্শবর্তী পারিবারীক কবরস্থানে যাবার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। ফোরকানীয়া মাদ্রাসার পাশে গোয়াল ঘর নির্মান করে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করেছে।ফলে মাদ্রসার কোমলমতি শিক্ষার্থীদের পড়ালেখার পরিবেশ নষ্ট হয়েছে ।

এ ব্যাপারে সিদ্দিকুর রহমানের ছেলে রুহুল আমিন বলেন, পুকুরটি আমি তিন বছরের জন্য লীজ নিয়েছি; অংশীদারগন পুকুরের লীজের জন্য আমার নিকট হতে সাদা ষ্টাম্পে দস্তখত নেয়। সীমানা প্রাচীরটি স্থানীয় ইউপপি চেয়ারম্যান আ: সামাদ আজাদসহ এলাকার লোকজনদের উপস্থিতে আমি নির্মান করেছি।তবে তিনি কবরস্থানের রাস্তার বিষয়ে কোন সঠিক উত্তর দিতে পারেন নি।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর
© All rights reserved by CrimeAction 24 Dot Com.
Theme Customized BY LatestNews