1. rajubdnews@gmail.com : admin :
  2. bipplobsarkar@gmail.com : Md. Bipplob Sarkar : Md. Bipplob Sarkar
  3. crimeaction24@gmail.com : Maruf Gazi : Maruf Gazi
  4. mizanbhola10@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
সোমবার, ১৩ মে ২০২৪, ০৪:২১ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচন মোশারুলের মোটরসাইকেলে উঠতে এমপির চাপ, দোটানায় দলীয় নেতাকর্মীরা! ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে এক তরুণের মৃত্যু এমভি আব্দুল্লাহ কুতুবদিয়ায় ভিড়ছে সোমবার রাতেই ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা সৈয়দপুর রানওয়েতে শর্টসার্কিট, বিমান ওঠানামা বন্ধ ফরিদগঞ্জে তিন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার চাঁদপুরে এসএসসি পরীক্ষায় শীর্ষে হাসান আলী বিদ্যালয় এসএসসিতে পাশের হার ৭১.৬১% এবং দাখিলে ৮৫.৫০% মতলব দক্ষিণ এসএসসিতে পাশের হার কমেছে , বেড়েছে দাখিলে এসএসসিতে মতলবের তানভীর হোসেন মনিপুর উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ -৪.৫৬ পেয়েছে মাসব্যাপী বাঙালি সাংস্কৃতিক উৎসব বৈশাখী মেলার সফল সমাপ্তি

চাঁদপুরের জেলেরা নৌকা-জাল মেরামতে ব্যস্ত// ১ দিন পর নদীতে নামার অপেক্ষায়

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১৭ বার পঠিত হয়েছে

মানিক দাস // নিষেধাজ্ঞা শেষে নদীতে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন চাঁদপুরের উপকূলীয় এলাকার জেলেরা। দুইমাস পর নদীতে নামবেন তারা। পুরোনো নৌকা, ছেঁড়া জাল মেরামতে দিন কাটছে জেলেদের। ১ দিন পর অর্থাৎ ৩০ এপ্রিল রাত ১২টার পর মাছ ধরায় নিষেধাজ্ঞা উঠছে।

ষাটোর্ধ্ব জেলে আদুদ মিয়া। সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের সাখুয়া গ্রামের এ জেলে ছোটবেলা থেকে মাছ ধরার পেশায় জড়িত। মেঘনায় ইলিশ ধরা নিয়ে রয়েছে তার নানান অভিজ্ঞতা। নিষিদ্ধ সময় ছাড়া বাকি সময়ে মাছ ধরার কাজ করেন তিনি।

২৮ এপ্রিল খালের পাশে কথা হয় আদুদ মিয়ার সঙ্গে। তিনি বলেন, যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে মাছ ধরার কাজে জড়িত। এখন পর্যন্ত এ পেশায় আছি। বছরের দুটি সময় মাছ ধরা নিষিদ্ধ থাকে। তখন আমাদের অন্য কাজ করে সংসার চালাতে হয়। মাছ ধরা শুরুর আগে ঋণ করে বিভিন্নভাবে নৌকা মেরামত ও জাল কিনে নদীতে নামি। তবে ইলিশ পাওয়ার বিষয়টি আল্লাহর ওপর। নদীতে নামলে অনেক সময় ইলিশ পাওয়া যায়, আবার অনেক সময় খালি হাতে ফিরতে হয়। নিষেধাজ্ঞা দিলে আমরা মাছ ধরা থেকে বিরত থাকি। তবে সরকার থেকে যে সহায়তা দেওয়া হয় সেটি দিয়ে সংসার চলে না। যে কারণে অন্য কাজ করে উপার্জন করতে হয় ।
কান্ট্রি ফিসিং বোর্ড মালিক সমিতি চাঁদপুর জেলার সভাপতি শাহ আলম মল্লিক বলেন, এ বছর মার্চ-এপ্রিল দুই মাস জাটকা রক্ষায় যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটি কঠোরভাবে বাস্তবায়ন হয়েছে। মেঘনা নদীর হাইমচর হচ্ছে জাটকা বিচরণের অন্যতম স্থান। সেখানে প্রতিবছর শরীয়তপুর ও মতলব উত্তর উপজেলার ২০০-৩০০ জেলে নৌকা এসে জাটকা নিধনে নামত। কিন্তু এ বছর তাদের প্রতিরোধ করা হয়েছে।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান দুই মাসের জাটকা রক্ষার অভিযান সম্পর্কে বলেন, এ বছর ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় অভয়াশ্রম এলাকায় ১০টি স্পিডবোট দিয়ে অভিযান পরিচালনা করা হয়। আমাদের কর্মকর্তা-কর্মচারী, কোস্টগার্ড, নৌ পুলিশ এ বছর রমজান মাসেও দিনরাতে নদীতে অবস্থান করেছে। রমজান মাসজুড়ে নদীতে ছিল আমাদের কর্মকর্তা-কর্মচারীরা। বহিরাগত কোনো জেলে এ বছর নদীতে নেমে জাটকা ধরতে পারেনি। তাদের আমরা প্রতিরোধ করতে সক্ষম হয়েছি।

তিনি আরও বলেন, এ বছর জেলা টাস্কফোর্সের কঠোর অবস্থান থাকায় জেলেরা নদীতে নেমেছে কম। তারপরেও যারা নিষেধাজ্ঞা অমান্য করে নেমেছে তার মধ্যে প্রায় তিন শতাধিক জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়েছি। দুই মাসে প্রায় ৫০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, তিন মেট্রিক টন জাটকা ও ৬০টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে। আটক জেলেদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে প্রায় ১০ লাখ টাকা। জব্দকৃত নৌকাগুলো পরবর্তীতে নিলামে বিক্রি করা হবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর
© All rights reserved by CrimeAction 24 Dot Com.
Theme Customized BY LatestNews