নিজস্ব প্রতিবেদক ॥
চাঁদপুর শহরের ছায়াবানী মোড় এলাকায় মিলন ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় এবং অবৈধ ইনসুলিন পাওয়ায় ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন বাজার তদারকি অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, আজ শহরের ছায়াবানী মোড়ে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে মিলন ফার্মেসিতে প্রচুর পরিমাণ মেয়াদোত্তীর্ণ ঔষধ এবং অবৈধ ইনসুলিন পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি চৌকস দল। ভোক্তার অধিকার রক্ষায় এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বরে জানান এই কর্মকর্তা।