গত ২৭ জুন শুক্রবার যথাযথ ধর্মীয় ভাবগাম্বিজ্যের মধ্য দিয়ে জগন্নাথ দেব, বলরাম ও শুভদ্রা রানীর প্রতিমূর্তি স্হাপন করে ভক্তরা রথ টেনে শহর প্রদক্ষিন করে শ্রী শ্রী কালীবাড়ি মন্দিরে নিয়ে আসে। এখানেই জগন্নাথ মন্দিরের সপ্তাহ ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এ ধর্মীয় অনুষ্ঠানেরই প্রধান অংশ লীলা ও পদাবলী কিত্তন। আর এই লীলা ও পদাবলী কিত্তন শুনতেই দুপুর থেকে সনাতনি ভক্তরা মন্দিরে সমবেত হতে থাকে।
জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডাঃ সহদেব দেবনাথ ও জগন্নাথ মন্দিরের অধ্যক্ষ বিশাল গোবিন্দ দাসাধিকারি বলেন আমরা এবছর ভক্তদের কে ভগবানের লীলা শুনাতে লীলা ও পদাবলী কিত্তনের আয়োজন করেছি। লীলা ও পদাবলী কিত্তন পরিবেশন করছে নীলফামারীর প্রেম ভক্তি সম্প্রদায়ের শ্রীমতি মাধবীকৃষ্ণা দেবীদকসী ও রাজশাহীর ব্রজবালক সম্প্রদায়ের ভক্তপ্রবর শ্রীমান অমল কৃষ্ণ দাস।
তাছাড়া জগন্নাথ লীলামৃত পাঠ করেন ডাঃ শৈলেন্দ্র কুমার মিত্র, রতন কৃষ্ণ দাসাধিকারী ও মাধব কৃষ্ণ দাসাধীকারী।