নিজস্ব প্রতিবেদ।।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় এবং বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক চাঁদপুরের পুরাণ বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখবিহীন শিশু খাদ্য বিক্রয়ের অপরাধে আলমগীর স্টোর কে ৫,০০০/- টাকা, একই অপরাধে মাসুদ স্টোর কে ৫,০০০/- টাকা, মাশাল্লাহ স্টোর কে ৫,০০০/- টাকা, রাসেল স্টোর কে ৩,০০০/- টাকা এবং মেয়াদ উত্তীর্ণ খাবার দ্রব্য বিক্রয়ের জন্য সংরক্ষণ করার অপরাধে জয় গোপাল স্টোর কে ১০,০০০/- টাকা, একই অপরাধে মিলন স্টোর কে ৫,০০০/- টাকা, মামনী স্টোর কে ২,০০০/- টাকাসহ মোট ৩৫,০০০/- টাকা জরিমানা আরোপ করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।এসময় মেয়াদ উত্তীর্ণ খাবার দ্রব্য ধ্বংস করা হয়। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।