রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
মতলব দক্ষিণ উপজেলায় যৌথ বাহিনী কর্তৃক মাদক ব্যবসায়ী আটক চাঁদপুরে জগন্নাথ দেবের উল্টো রথ যাত্রা অনুষ্ঠিত চাঁদপুরে বিষধর সাপের কামড়ে নারীর মৃত্যু  চাঁদপুরে সেরা সাঁতারুর খোঁজে ইয়েস কার্ড পেলেন ৪০ সাতারু  চাঁদপুর চেম্বার ভব‌নে ক্যাব সহ বি‌ভিন্ন দপ্ত‌রের সা‌থে ব‌্যবসা‌য়ি‌দের মত‌বিনময় সভা শাহ মাহমুদপুরে পাট জাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫ম শ্রেণির ছাত্রীকে অপহরণের চেষ্টা// অপহরণ মামলায় মোবারক আটক হারিয়েছে বীরগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: বিভিন্ন পত্রিকায় প্রকাশিত পর তদন্তে পিবিআই, তদন্ত শেষে ডিআইজির ব্রিফিং

চাঁদপুর চেম্বার ভব‌নে ক্যাব সহ বি‌ভিন্ন দপ্ত‌রের সা‌থে ব‌্যবসা‌য়ি‌দের মত‌বিনময় সভা

  • আপডেটের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৫ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক ।। চাঁদপুর চেম্বার অব কর্মাসের সমন্ব‌য়ে ভোক্তা অ‌ধিকার সয়রক্ষণ অ‌ধিদপ্তর, জেলা কৃ‌ষি বিপনন অ‌ধিদপ্তর,  নিরাপদ খাদ‌্য কর্তৃপক্ষ, জেলা ক‌্যাবকে সা‌থে নি‌য়ে
বাংলা‌দেশ রে‌স্তোঁরা মা‌লিক স‌মি‌তি চাঁদপুর জেলা শাখার অধী‌নে ব‌্যবসা‌য়ি‌দের সাথে মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

শনিবার  বি‌কে‌লে শহ‌রের পুরানবাজা‌ররে চেম্বার ভব‌নে মত‌বি‌নিময় সভায় প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন ভোক্তা অ‌ধিকার সয়রক্ষণ অ‌ধিদপ্তর এর সহকারী প‌রিচালক আবদুল্লহ আল ইমরান।

সময় তি‌নি ব‌লেন, আজ‌কের সভায় ব‌্যবসা‌য়িগণ তা‌দের বি‌ভিন্ন বিষয় তু‌লে ধ‌রে‌ছেন। বি‌শেষ ক‌রে মিষটিও দ‌ধি বি‌ক্রি নি‌য়ে আপনাদের বি‌ভিন্ন সমস‌্য হ‌চ্ছে। আমার প‌রিষ্কার কথা হা‌ড়ি ও প‌্যা‌কেট যাই দেন না কেন ভোক্তার কা‌ছে কে‌জি দ‌ধি বি‌ক্রি কর‌লে তা‌কে এক কে‌জি বু‌ঝি‌য়ে দি‌তে হ‌বে।

 

কোন প্রকা‌রেই ভোক্তা‌কে পণ‌্য প‌রিমা‌নে কম দেওয়া যা‌বে না।

আপনারা মিষ্টি ও দ‌ধির দাম বৃ‌দ্ধির বিষ‌য়ে ব‌লে‌ছেন তা আমরা জেলা প্রশাসক স‌্যা‌রের সাথে আ‌লোচনা ক‌রে সে বিষ‌য়ে সীধা‌ন্তে উপ‌নিত হব। আপনারা ব‌্যবসা ক‌রেন বি‌ভিন্ন সমস‌্যার সম্সু‌খিন হন তা আমরা জা‌নি তারপরও সকলে আইন মে‌নে ব‌্যবসা কর‌বেন।
চাঁদপুর চেম্বার অব কর্মাসের ডি‌রেক্টর গোপাল সাহার সভাপ‌তিত্বে বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন জেলা কৃ‌ষি বিপনন কর্মকর্তা মোঃ মাসুদ রানা ও জেলা সে‌নেটা‌রি ইন্স‌পেক্টর এস এম নজরুল ইসলাম।

জেলা ক‌্যাব দপ্তর সস্পাদক মোঃ বিপ্লব সরকা‌রের প‌রিচালনায় আরও বক্তব‌্য রা‌খেন জেলা ক‌্যা‌বের সহ সভাপ‌তি বীর মু‌ক্তি‌যোদ্ধা ‌মোঃ মু‌জিবুর রহমান, সাংগঠ‌নিক সম্পাদক মু‌ক্তি‌যোদ্ধা মোঃ সানাউল‌্যা, বাংলা‌দেশ রে‌স্তোঁরা মা‌লিক স‌মি‌তি চাঁদপুর জেলা শাখার সভাপ‌তি হাজী নুরুল আলম লালু, সাধারণ সম্পাদক হাজী মাসুদ আখন্দ, যুগ্ম সম্পাদক ম‌ু‌জিবুর রহমান মাইনু, জেলা ক‌্যব সদস‌্য মমতাজ উ‌দ্দিন মন্টু গাজী, অ‌ভি‌জিত রায়।হোটেল আল হেলালের স্বত্বাধিকারী মাহমুদ খান অপু তথ্য ও প্রযুক্তি সম্পাদক ,মৌসুমী সুইটস এর ম্যানেজার ফারুক আহমেদ , জেনিথ সুইটস এন্ড বেকারির মালিক মামুন,  বিক্রমপুর সুইটসের পরিচালক ও প্রিয়া বিষয়ক সম্পাদক  বাবু টিটন ঘোষ ,রস বিলাসের ম্যানেজার,

বক্তারা ব‌লেন, আমার যারা ১৩‌ রক‌মের  ভ‌্যাট দি‌য়ে ব‌্যবসা কর‌ছি তা‌তের উপর প্রশাসন চড়াও হ‌চ্ছে। কিন্তু যারা ভৗাট বিহীন ব‌্যবসা কর‌ছে তারা কোন প্রকার জ‌রিমানায় পর‌ছে না। এ‌তে ক‌রে আমরা ব‌্যবসা‌য়িকভা‌বে অ‌নেক ক্ষ‌তির সম্মু‌খিন হ‌চ্ছি।

সভায় চাঁদপুর নতুনবাজার ও‌ পুরানবজা‌রের ‌ ব‌্যবসায়ীগণ উপ‌স্থিত ছি‌লেন।

মত‌বি‌নিময় সভার পূ‌র্বে জেলা ক‌্যা‌বের উ‌দ্যো‌গে পুরানবাজা‌রের বি‌ভিন্ন ব‌্যবসা প্রাতষ্ঠা‌নে প্রচারনমূলক লিফ‌লেট বিতরণ করাহয়।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com